নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

প্রফেসর নোম চমস্কির ঘটনায় আমার সামান্য ভূমিকা

২৫ শে জুন, ২০২১ রাত ২:২৩



প্রফেসর নোম চমস্কিকে নিয়ে বাংলাদেশে কি হয়েছে আপনারা সেটা সবাই জানেন। প্রফেসর নোম চমস্কিকে এমন বিদঘুটে অভিজ্ঞতা দিয়ে যেতে দেখে খুব লজ্জায় পড়ে গেলাম। তাই প্রায় সাথে সাথেই স্যারের কাছে মাফ চেয়ে একটা পোস্টার বানালাম এবং সেটা মেইল করে দিলাম। স্যার যথারীতি রিপ্লাইও দিলেন।

Thanks for your letter. No problem at all. Thanks for the kind words.

আমার এক বন্ধুকে মেইল করার আইডিয়াটা বলায় সে সুন্দর করে প্রফেসরের একটা স্কেচ এঁকে মেইল করে দিলো।



স্যার বন্ধুকেও রিপ্লাই দিয়েছেন।

আমার বানানো পোস্টারটা:





যাই হোক, যারা কিছুই জানেন না, তাদের জন্য নিউজ লিংক:
চমস্কিকে ফেসবুক লাইভে এনে তোপের মুখে চট্টগ্রামের তরুণ

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২১ ভোর ৫:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকে বা আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। ভুল হলে তাতে দুঃখ প্রকাশ করে বিনয়ের সাথে ক্ষমা চাওয়ায় খারাপ কিছু তো নেই বরং সেটা মানুষে আরো উন্নত মানসকিতার পরিচায়ক। যদিও ক্ষমা তারই চাওয়া উচিত যিনি ভুল করেছেন। তবুও বিষয়টা যেহেতু সমষ্টিগত আত্মসম্মানের বিষয় তাই আপনাদের উদ্যোগকে পূর্ণ সমর্থন জানাই। আমার পূর্ণ বিশ্বাস স্যারের মতো একজন বিজ্ঞ ব্যক্তি অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গিও বুঝতে পারবেন। আপনাকে আবারও ধন্যবাদ।

২৫ শে জুন, ২০২১ সকাল ১০:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার সমর্থনের জন্য ধন্যবাদ ইফতেখার ভূইয়া।
আপনার চিন্তার সাথে আমি একমত।

২| ২৫ শে জুন, ২০২১ ভোর ৬:৩৯

নিরীক্ষক৩২৭ বলেছেন: খুবই সুন্দর জেসচার। হোপফুলি অন্যদের বোধোদয়ে সাহায্য করবে।

২৫ শে জুন, ২০২১ সকাল ১০:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: হোপফুলি :)

৩| ২৫ শে জুন, ২০২১ সকাল ৯:৪৪

শেরজা তপন বলেছেন: খুব ভাল উদ্যোগ ছিল। সাধুবাদ

২৫ শে জুন, ২০২১ সকাল ১০:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ শেরজা তপন।

৪| ২৫ শে জুন, ২০২১ সকাল ৯:৫৬

জুন বলেছেন: ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেয়া একটি মহৎ গুন প্রান্ত । বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে ধন্যবাদ ।

২৫ শে জুন, ২০২১ সকাল ১০:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: সহমত। ধন্যবাদ জুন আপু।

৫| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কাজটা ভালো হয়েছে। আপনি সাধুবাদ প্রাপ্য। তবে, একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সবাইকে, এখন যেন এই ক্ষমা চাওয়ার হিড়িক না পড়ে যায়। সেটা আবার বাংলাদেশকে আরো হেয় করবে।

যে সাংবাদিক ব্যক্তি এই অপকর্মটি করেছেন, তিনি খুব বাজে একটা কাজ করেছেন। তাকে মাত্রাতিরিক্ত প্রচারসর্বস্ব ও ইম্ম্যাচিউর মনে হয়েছে। তবে, তার প্রতিও ভর্ৎসনার মাত্রা যেন অতিরঞ্জিত/অতিরিক্ত না হয়ে যায়, সেটাও খেয়াল রাখা উচিত।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আপনাকে। কমনসেন্স থেকে মনে হচ্ছে, ক্ষমা চাওয়ার হিড়িক পড়বে না।
দ্বিতীয় অংশের সাথে একমত।

৬| ২৫ শে জুন, ২০২১ দুপুর ২:৩৮

অপু তানভীর বলেছেন: যে কথা বলতে চেয়েছিলাম সেটা সোনাবীজ ভাই বলে দিয়েছে । একবার ভাবুন কয়েক হাজার মানুষ যদি আপনার মত কাজ করে মেইল পাঠায় তাহলে সেটা কেমন হবে? চমাস্কি সাহেব তাতে আরও বিরক্ত হবেন ।
আরেকটা কথা হচ্ছে অন্যের ভুল নিজের মাথায় নিয়ে ক্ষমা চাওয়ার কোন মানে নেই । ভুলটা যে করেছে সেই ক্ষমা চাক ।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে, থ্যাংকস।

৭| ২৫ শে জুন, ২০২১ রাত ৮:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ কছুটা হলেও মান সন্মান রাখতে পেরেছেন আমাদের। বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ রানার ব্লগ। কিন্তু মনে হচ্ছে এই বিষয়টা ব্লগে শেয়ার করে ভুল করেছি :)

৮| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৪২

আরইউ বলেছেন:



আপনার/আপনাদের উদ্দেশ্য সৎ, কোন সন্দেহ নেই। কিন্তু, আমি এই মেইলটি পেলে বাংলাদেশ সম্পর্কে আরো নেতিবাচক ভাব পোষন করতাম, বিরক্ত হতাম।

আমি আপনার জায়গায় হলে তাঁর বাজে এক্সপেরিয়েন্স নিয়ে কিছু না বলে শুধু আমি যে ওনার কাজ ফলো করি, ওনার ফ্যান, ওনার একটা স্কেচ করেছি, এসব জানিয়ে মেইল করতাম। আমি হলে হয়ত ইমেইল করতামনা, ওনার ইউনির ঠিকানায় স্কেচটা ফ্রেম করে পাঠাতাম।

অপু ও সোনাবীজের মন্তব্য ভালোলাগলো।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে মেইল করলে কি করতেন এবং আমার জায়গায় থাকলে কি করতেন এই জিনিসটা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ।

৯| ২৬ শে জুন, ২০২১ ভোর ৪:১১

এস এম মামুন অর রশীদ বলেছেন: বাঙালি জাতির অবাস্তব জ্ঞানে চ্যাঁচামেচি বেশি, বাস্তবে কম। যে আয়োজক ভুল ও অমার্জিত আচরণ করেছেন, তিনি বিষয়টি বুঝিয়ে আন্তরিকভাবে মাফ চেয়ে নিলেই হলো। পুরো জাতির এতে লজ্জায় ম্রিয়মাণ হয়ে দায় কাঁধে নেবার জন্য উদগ্রীব হওয়ার প্রয়োজন নেই? এটি একজন ব্যক্তি-বিশেষের ফেসবুক আয়োজনের ভুল, জাতীয় কোনো আয়োজনও তো না।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে

১০| ২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫৪

সাসুম বলেছেন: চমস্কি সাহেব আপনার মত হাজার হাজার আবেগী বাংগালীর মেইল পেলে কি অবস্থা হবে ভেবে দেখেছেন? এর চেয়ে আমাদের সবাই কে এই বাংগুল্যান্ড এর সেই বোকাদুসা সাম্বাডিক কে ধরে উনার কাছে ওপেন লি মাফ চাওয়াতে পারলেই আসল কাজ হত।

আপনি কাজটা করেছেন আপনার ভালো লাগা থেকে। বাট সবাই মিলে করলে কেচাল লেগে যাবে।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ।

১১| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:৫৭

ভুয়া মফিজ বলেছেন: চমৎকার কাজ হয়েছে একটা। অফলাইনে আগেই দেখেছিলাম........ওয়েল ডান!! :)

২৬ শে জুন, ২০২১ দুপুর ২:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: Thank you for your support vaiya :)

১২| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ঘটনাটিতে আপনি ব্যক্তিগতভাবে লজ্জিত বোধ করেছেন এবং তা থেকেই আপনি ওনাকে মেইল করে ক্ষমা চেয়েছেন, এটা বুঝেই বলছি, কাজটা আপনি ভাল করেছেন। তবে, অন্যরা যেমন আশঙ্কা ব্যক্ত করেছেন, আমিও তেমনটি ভাবছি যে এ নিয়ে মেইলের হিড়িক পড়ে গেলে ব্যাপারটি ওনার জন্য হবে আরো বেশি বিড়ম্বনা্‌র, আমাদের জন্যেও তা হবে আরো বেশি লজ্জার।

যাহোক, আশা করছি, এ নিয়ে আর কেউ ক্ষমা প্রার্থনায় অগ্রসর হবেন না।

২০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী স্যার, আশা করা যায় আর কেউ ক্ষমা প্রার্থনায় অগ্রসর হবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.