নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কারখানা দূর্ঘটনা (২০০০- ২০২১) Industrial accidents in Bangladesh (2000- 2021)

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৪



নভেম্বর ২০০০ - ঢাকার চৌধুরী নিট ওয়্যারে আগুন, নিহত ৪৮


আগস্ট ২০০১ - মিরপুরের ম্যাক্রো সোয়েটারের আগুন, নিহত ২৪


জানুয়ারী ২০০৫ - নারায়ণগঞ্জের শান নিটিং অ্যান্ড প্রসেসিং লিমিটেডে আগুন, নিহত ২৮


এপ্রিল ২০০৫ - আশুলিয়ায় স্পেকট্রাম গার্মেন্ট ধস, নিহত ৬৪


ফেব্রুয়ারি ২০০৬ - চট্টগ্রামে কে.টি.এস টেক্সটাইল মিলে আগুন, নিহত ৬৫


ফেব্রুয়ারি ২০০৬ - তেজগাঁও শিল্প এলাকায় ফিনিক্স টেক্সটাইলের ভবন ধস, নিহত ২১


ফেব্রুয়ারী ২০১০ - গাজীপুরের গারিব & গারিব সোয়েটার ফ্যাক্টরীতে আগুন, নিহত ২১


ডিসেম্বর ২০১০ - আশুলিয়ার হামীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যারে আগুন, নিহত ২৯


নভেম্বর ২০১২ - আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় অগ্নিকান্ড, নিহত ১১২


এপ্রিল ২০১৩ - সাভারের রানা প্লাজা ধস, নিহত ১,১৩৮


সেপ্টেম্বর ২০১৬ - টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ৩৫


জুলাই ২০১৭ - গাজীপুরের মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ১৩


জুলাই ২০২১ - নারায়ণগঞ্জের হাসেম ফুড ফ্যাক্টরিতে আগুন, নিহত ৫২

~
ইস্যুপ্রিয় স্বজাতির স্মৃতি থেকে মুছে যাওয়া দরিদ্র বিদেহী শ্রমিক ভাই বোনদের মাগফেরাতের জন্য দোয়া করি।


.


দুই ঘন্টা পরিশ্রম করে শুধু ১০+ নিহত ঘটনাগুলোর ডেটা জোগাড় করলাম। ১০ এর নিচে নামলে যন্ত্রনার মহাকাব্য রচনা হয়ে যাবে।

তথ্যসূত্র:

https://www.researchgate.net/publication/320700318
https://cleanclothes.org/news/2001/08/01/garment-workers-die-in-bangladeshi-fire-alarm
https://www.reuters.com/article/us-bangladesh-blast-accidents-factbox-idUSKBN19P0JN
https://www.dw.com/bn/বাংলাদেশের-৫০-ভাগ-কারাখানা-এখনো-নিরাপদ-নয়/a-19027331
https://cleanclothes.org/news/2011/12/15/thats-it-sportswear-fire-one-year-on-workers-still-dying-in-unsafe-buildings
https://www.reuters.com/article/us-bangladesh-blast-idUSKBN19P0A0
https://www.newagebd.net/article/125867/432-workers-killed-in-workplace-accidents-in-2020-report
(In 2019, 572 workers died in 432 workplace accidents. 432 workers killed in workplace accidents in 2020)

কোন দূর্ঘটনা লিস্ট থেকে বাদ গেলে বা ভুল এন্ট্রি থাকলে জানাবেন।
ছবি: নিউঅর্ক টাইমস।


আমার অন্যান্য লেখা:
অভিমন্যু মিশরা: ইতিহাসের সবচেয়ে কমবয়সী গ্র্যান্ডমাস্টার দাবাড়ু
চল্লিশ বনাম এক: একজন গোর্খা কর্পোরালের বীরত্বগাথা
রেডিয়াম গার্লদের বেদনাদায়ক ইতিবৃত্ত
সেসিলিয়া প্যেন: বিজ্ঞানের নক্ষত্র, নক্ষত্রের বিজ্ঞান
জাদুঘরের জটিল পাঠ
মাতৃভূমির কবিতা : মাহমুদ দারবিশ


আমার ফেসবুক পেজ
আমার ইউটিউব চ্যানেল



মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক কষ্ট করে তথ্য জোগাড় করার জন্য ধন্যবাদ। দুর্ঘটনায় মৃত্যুর পাশাপাশি বহু লোক চিরতরে পঙ্গু হয়ে যায়। এরা অন্যের উপর নির্ভর করে বাকি জীবন পাড় করে।

আমরা দাবি করি যে আমাদের দেশ উন্নত হওয়ার পথে। কিন্তু এই সব তথ্য, উপাত্ত কিন্তু তা বলে না। বিদেশে আমাদের ইমেজ নষ্ট হয়।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: গরিব মানুষদের জীবনের কোনো দাম নেই এই দেশে।
আগামী ৫০ বছরে এদেশে শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ তৈরি হবে বলে আমার মনে হয় না।

আহত ভাই বোনদের পঙ্গুত্বের কথা ভেবে তাদের বিশাল সংখ্যাটার উল্লেখই করিনি! :(

২| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: এতমৃত্যু! সমস্ত মৃতবক্তির মাগফিরাত কামনা করি।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আমিন

৩| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫০

শেরজা তপন বলেছেন: তথ্য যোগার করে আমাদে্র সাথে করার করার জন্য ধন্যবাদ।
তবে কি- না কিছু না থাক

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০০

কুশন বলেছেন: দেশে বুদ্ধিমান সরকার নাই। সরকারে আছে অযোগ্য, অদক্ষ লোকজন।

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: একমত

৫| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট প্রান্ত । মর্মান্তিক । এরা মানুষ রক্ত মাংসে হৃদয়ে আবেগে অনুভুতিতে । ভেবে দেখেছেন যুগপৎভাবে ঘটে যাচ্ছে। মনে হবে এর কোন প্রতিকার নেই। স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এসব ঘটনা। ন্যায্য বিচারের অভাবে বিবেক কেঁদে ওঠে । এর থেকে এ জাতির পরিত্রাণ কামনা করি ।

১০ ই জুলাই, ২০২১ রাত ৮:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: সরকারের কঠোর নজরদারিটুক থাকলে মনকে মানানো যেতো। দূর্ঘটনা আর হত্যাকান্ড সমার্থক হতে পারে না। ধন্যবাদ।

৬| ১১ ই জুলাই, ২০২১ রাত ১:৪১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কেন বার বার আমার দেশে এই ধরণের ঘটনা ঘটেই যাচ্ছে?

আমার মনে হয় সময় এসেছে আমাদের সবাই দলমত নির্বিশেষে অন্তত এই আওয়াজ তুলি যে, ওই প্রতিষ্ঠানের মালিক ও বড়োকর্তাদের ক্যাপিটাল পানিশমেন্ট প্রদান করা হোক। শুধু গ্রেপ্তার দেখিয়ে ও পরবর্তীতে আইনের মারপ্যাচে এদের বেগম পাড়া
বা মালয়েশিয়ায় পালিয়ে দেয়ার সুযোগ করে দেয়া যায় না কিছুতেই। এই ধরণের চরম মর্মান্তিক ও দায়িত্বজ্ঞানহীন মৃত্যুর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানই পারে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার সাথে একশোভাগ একমত।

৭| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

অপু তানভীর বলেছেন: এসব সরকার আর কর্তৃপক্ষের কাছে কেবলই একটা পরিসংখ্যান । মানুষের জীবনের মূল্য তাদের কাছে কি আছে !

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: গরিব মানুষের জীবনের এক পয়সারও দাম নেই!

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩৫

সোহানী বলেছেন: যেহেতু কোকোর লিখায় কোন মন্তব্য নিচ্ছেন না কিন্তু মন্তব্য টাইপ করে ফেলেছি তাই এখানে দিলাম............

আমার বাসায় মেয়ের জন্য এরকম একবার হাঁসের বাচ্চা এনে তার ত্রাহি ত্রাহি অবস্থা করে ছেড়েছে আদরের ধাক্কায়। এমন কিছু নাই যে তাকে খাওয়ানোর চেস্টা করে নাই দুই ভাইবোন। তখন আমি উপায় অন্ত না দেখে আমার মেয়ে ঘুমিয়ে পড়লে বাচ্চাটিকে আরেকজনকে দিয়ে দেই যার আরো কয়েকটা হাসেঁর বাচ্চা ছিল।

এখন ওরা পালে দু'টি বাজিগর। সারাদিন বাসায় উড়ে বেড়ায়। কিন্তু যখনই আমি ল্রাপটপ খুলে অফিস করতে বসি ওমনি তারা আমার ঘাড়ে মাথায় কোলে বসে থাকে। এদিকে ক্যামেরা ওপেন করে মিটিং করতে হয় ওদেরকে নিয়ে।

এখন ডিসেম্বর কেমন আছে?

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ বোন।

আসলেই হাঁসের বাচ্চা পালন একটু জটিল, তবে মুরগির চেয়ে হাঁসের বাচ্চাই বেশি কিউট। আমার বাজিগর পাখিগুলোও আমার অনেক প্রিয়, একটা সবুজ আরেকটা নীল।

আপনার মন্তব্যটা কোকো পড়ে শোনালাম। বুঝলাম না ও কিছু বুঝলো কিনা। তবে কোকো একটু স্বাধীনচেতা মুরগি, ওকে নিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হয় ভালোই। দেখি ওর কি কূল করতে পারি!

আপনার সন্তানদের জন্য আমার ভালোবাসা ও আদর রইলো।

৯| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩২

খায়রুল আহসান বলেছেন: ভয়াবহ চিত্র!

সরকার এবং সরকারের মন্ত্রীগণ আন্তরিক হলে এ লাগামহীন স্বেচ্ছাচার প্রতিরোধ করা সম্ভব। কিন্তু, বড় বড় ব্যবসায়ীরা তো সব সরকারী দলেরই লোক। তাহলে হবে কিভাবে?

কোন পোস্টে মন্তব্য নিতে না চাইলে সবার উপরে সেটা বড় অক্ষরে লিখে দিবেন। একটা পোস্ট মনযোগ দিয়ে পড়ে, সেখানে মন্তব্য লিখে সাবমিট করার পর যখন জানা যায় যে লেখক সেই পোস্টে কোন মন্তব্য নিচ্ছেন না, তখন অধিকাংশ পাঠক বড় বিরক্ত বোধ করেন। (৮ নং মন্তব্য প্রসঙ্গে)

৩০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: দেশে আইনের শাসন নেই, বর্তমান বাংলাদেশের অধিকাংশ সমস্যা সমাধানের প্রথম পূর্ব শর্ত হিসেবে আমি একে সবচেয়ে জরুরী মনে করি।

ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। বিষয়টি মাথায় থাকবে। আশা করি ভালো আছেন, আরো ভালো থাকুন সামনের গ্রীষ্মের দিনগুলোতে। শুভেচ্ছা।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

নতুন পোস্ট দিন।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো আছি দাদা। আশা করি আপনিও ভালো আছেন।

জ্বী, শীঘ্রই নতুন পোস্ট দিবো। স্মরণ করার জন্য ধন্যবাদ আপনাকে।
নববর্ষের শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.