নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
প্রতিদিনের কথা প্রতিদিন না লিখলে অন্য কথারা পুরোনো কথার জায়গা করে নেয়। প্রতিদিন তাই লেখা উচিত। আমার মতো যাদের স্মৃতিশক্তি অত্যন্ত দূর্বল, তাদের প্রতিদিন একটু একটু করে লেখা উচিত। আমার কেনো জানিনা মনে হয় প্রতিদিন কিছুটা লিখলে স্মৃতিশক্তি বাড়ে। গুগল ফুগল করে এর সত্যতা যাচাইয়ে কোনো বাহাদুরি পাচ্ছি না। কিছুটা আন্দাজ, কিছুটা অনুমান জীবনকে সহজ করতে পারে। তবে সতর্ক থাকতে হবে। কোনো মহান লেখক বলেছিলেন সতর্ক না থাকলে মানুষ নাকি ন্যায় অন্যায় নিয়ে তালগোল পাকিয়ে অন্যায়ের পক্ষ নিতে পারে। তারমানে যারা অন্যায়ের সাথে জড়িত তাদের অনেকেই কি জানেনা যে তারা অন্যায় করছে? এপ্রিলের এসময়টাতেই রুয়ান্ডায় গণহত্যা শুরু হচ্ছিলো। ন্যায় অন্যায়ের বোধ জন্মানোর পদ্ধতিটা খুব জটিল মনে হচ্ছে।
আজকে এক বন্ধুকে দেখতে গিয়েছিলাম। তার পিত্তে পাথর আর এপেনডিক্সের অপারেশন হয়েছে। ভাবছিলাম কি নিবো কি নিবো। পরে এক পাতা সিবিট নিলাম বিশ টাকায়। নানা বৃত্তান্তের পর তাকে সিবিটের পাতাটা দিলাম। সে দেখি মহাখুশি হলো। পাঁচ বছর পরে নাকি সিবিট খাবে সে। তার বাবা ছোট থাকতে তার জন্য সিবিট আনতো। মানুষকে আনকমন গিফট দিতে ভালো লাগে আমার। যেটা হয়তো সে প্রত্যাশা করছিলো না। কারো বাসায় গেলে কেনো জানি আমার শনপাপড়ি নিতে ইচ্ছা হয়। মা পছন্দ করেননা আমার এই উদ্ভট আচরণ।
আজকে একটা বই কিনলাম। সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রুপান্তরের গল্প। ইউপিএলের বই। আরেকটা বই পড়ছি, Onitsha. বইটা ছোট। কালকে প্রবোধকুমার সান্যালের একটা ছোটগল্প পড়লাম: অঙ্গার। খুবই দুঃখিত হলাম। দুইটা বিশ্বযুদ্ধে এই বাংলায় কতকিছু হয়েছে, বেশিরভাগই জানি না। পাটের দাম বৃদ্ধি পেয়ে নাকি মুসলমান কৃষকদের ভাগ্য খুলে গিয়েছিলো। পাট নিয়ে একটা দারুণ বই আছে। A Local History of Global Capital. বইয়ের লেখকের সাথে একদিন বাতিঘরের ছাদে আড্ডা জমেছিলো। খুব ভালো লেগেছিলো তাকে। তবে কোনো এক কারণে বইটা বেশি পড়তে পারিনি।
২| ০৯ ই এপ্রিল, ২০২৪ ভোর ৬:৫১
শায়মা বলেছেন: ছোটবেলার সবকিছুই সুন্দর!
শন পাপড়ি, হাওয়াই মিঠাই, সিভিট (সিবিট লিখেছো কেনো বুঝলাম না) ।
এসবই ছিলো আমাদের ভালো লাগা! ভালোবাসা!
তবে আগের মত শনপাপড়ি আর পাওয়া যায় না। এখন যেটা পাওয়া যায় মোটা মোটা গজগজে!
১০ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: হ্যাঁ আপু। ছোটবেলাটা সুন্দর ছিলো। তাইরে নাইরে করে কাটিয়ে দিলাম কত সহজে। তবে খুব একটা নিখুঁত মনে নেই। ছোটবেলা নিয়ে লিখে রাখা দরকার ব্লগে।
আর, সিবিট লিখেছি কারণ আমার বিদেশী বানান যেভাবে উচ্চারণ করি সেভাবে লিখতে ভালো লাগে। তাছাড়া ব্লগে লিখলে কেউতো আর নাম্বার কাটবে না। এজন্যই ইচ্ছা করে অনিয়ম!
৩| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৫০
মিরোরডডল বলেছেন:
ভালো জিনিস মনে করিয়ে করিয়েছে, শনপাপড়ি।
অনেক মজার কিন্তু খেতে হবে কম কম।
খুব বেশি মিষ্টি।
১০ ই এপ্রিল, ২০২৪ রাত ২:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: বাসায় বানিয়ে খাওয়া গেলে ভালো হতো। কখনো চেষ্টা করলে জানাবো।
৪| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৫৩
মিরোরডডল বলেছেন:
কি করলাম এটা?
এই এক সমস্যা, ভুল টাইপিং একবার চলে গেলে আর কারেকশনের উপায় নেই
৫| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:১২
শায়মা বলেছেন: হা হা মিররমনি......
করিয়ে করিয়েছে........ আমি অবশ্য তুমি ভুল করলেও ঠিক ঠিক পড়ে নিয়েছিলাম...... নিজের ভুল ধরায় দিলে তাই ধরতে পারলাম।
৬| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:১৬
শায়মা বলেছেন: @প্রান্ত ভাইয়ু
শনপাপড়ি আর হাওয়াই মিঠার সাথে সাথে কি মনে আছে কুলবরই এর আচার সেলোফেন পেপার মুড়িয়ে গোল্লা গোল্লা করা?? আহা অমৃত! তারপর ফ্রেশ চিপস রিং চিপস আর আমসত্ব? লাল নীল রং কাঁঠি আইসক্রিম। পানি পানি দুধে মেশানো শক্ত কটকটে কোনের কোন আইসক্রিম?
আহা এখন কত খানাপিনাই না এসেছে দুনিয়ায় তবুও সে সবের কাছে এসব তুচ্ছ!
১০ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালোই বলেছেন।
ছোটবেলায় মানবীয় জিভে আহরিত স্বাদ ভোলা শক্ত। কোথাও পড়েছিলাম, জাপানে নেসলে নাকি কফির ব্যবসা জমাতে পারছিলো না, তাদের ঐতিহ্যবাহী চায়ের প্রচলনের কারণে। পরে শিশুদের জন্য বাজারে সুস্বাদু কফির চকোলেট নিয়ে এলো। সেই শিশুদের প্রজন্ম বড় হলো মুখে জনপ্রিয় কফি চকোলেটের স্বাদ নিয়ে। তারাই বড় হয়ে নাকি হালে নেসলের কফি ব্যবসার মুখে ফুল চন্দন দিয়েছে। কারণ ঐ যে, ছোটবেলার স্বাদ ও স্মৃতি। সত্যি মিথ্যা জানি না আপু। অভাবের বাজারে কত কথাই রটে।
ভালো থাকবেন।
৭| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:২৫
মিরোরডডল বলেছেন:
নিজের ভুলই আগে ধরতে হয়, তারপর অন্যের টা
৮| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:৩১
মিরোরডডল বলেছেন:
হাওয়াই মিঠাইয়ের আরেক নাম বিষ, এটা বলো না কেনো
রিং চিপস আর আমসত্ব, এগুলো এখনো আছে।
আমসত্ব ইয়াম!!!!!
৯| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:০৩
শায়মা বলেছেন: আমি তো অন্যের ভুলও ধরি না। দেখো না তোমার ভুলভালটাও ঠিকঠাক পড়ে নিলাম!
হাওয়াই মিঠাই এর রং বিষ সে কথা মা বাবা বললেই কি আর তখন শুনতাম!!!!!!!! বাবা মা যা বলে ছেলেমেয়েদের কাছে বেশিভাগ সময় তা অবশ্য বিষই লাগে। হা হা
আর রিং চিপস আমসত্ব সবই আছে শুধু আগের মতই নেই। আমার দাদী বা বড়মামীর হাতের আমসত্বের মত আর কেউ আজকাল বানাতে পারে না।
মিররমনি তোমার কি মনে আছে আরেকটা জিনিস ছিলো ভূতের ডিম বা পাখির ডিম!!!
১০| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: শনপাপড়ি এক সময় যে ভালা লাগতো। যখন ঘি ছমছম খেতাম ভাঙ্গা কাঁচ দিয়া আহা সেই দিনগুলো
১০ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার ছোট কাকার সুবাদে বিগত বছরে রসমিষ্টি ব্র্যান্ডের শনপাপড়ি ভালোই খাওয়া হয়েছে বলতে পারি। মন্দ মনে হয়নি আপু। তবে আমরা কলি যুগে কাঙালী, যা খাই তাই ভালো লাগে।
ভালো থাকবেন।
১১| ০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৩
শায়মা বলেছেন: ছবি আপুনি! ঘি ছমছম আবার কি? জীবনে প্রথম এই নাম শুনলাম!!
১২| ০৯ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
শ্রাবণধারা বলেছেন: আপনার এই লেখায় তারিক ওমর আলীর "A Local History of Global Capital: Jute and Peasant Life in the Bengal Delta" এই বইয়ের নামটা দেখে ভালো লাগলো। এই বইটা আমার পড়া হয়নি। অল্প কিছুদিন আগে অমর্ত্য সেনের একটা সাক্ষাৎকার পড়ার সময় আমি এই বইটার কথা জানতে পেরেছি। অমর্ত্য সেন বইটির প্রসংশা করেছেন।
তখন দুঃখিত হয়ে ভেবেছিলাম যে, যে বইয়ের কথা অমর্ত্য সেন বলছেন তার নামটা পর্যন্ত আগে শুনলাম না। কোন মিডিয়া, ফেসবুক ব্লগ কোথাও এ বইয়ের নাম আগে দেখিনি। এখন দেরিতে হলেও নিদেনপক্ষে শুধু বইটির নাম আপনার কাছে আবার শুনতে পাওয়ায় খুশি হলাম।
১০ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: বইটার পিডিএফ আছে আমার কাছে। বাঁধাই করে নেয়া হয়নি।
তারিক ভাই খুব সাদা মনের মানুষ। উচ্চ শিক্ষা পুরোটাই দেশের বাইরে। বড় মাপের স্কলার। নিজের বাদ্য নিজে পরিবেশন করা হয়তো তার পক্ষে সম্ভব না। অল্প সময়েরই আলাপ আড্ডা তর্ক, তবে লোকটিকে ভালো লেগেছে। পরের বার দেশে আসলে দেখা করবেন বলেছেন। কিছু লেখা যায় কিনা সে বিষয়ে ভাববো। ধন্যবাদ।
ভালো থাকুন।
১৩| ২০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:২৮
ভ্রমণ বাংলা বলেছেন: ”সিভিট উপহার” সুন্দর আইডিয়া।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Okay