![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ামি খুব একাকী একজন মানুষ। জীবনে চলার পথে ভুল গুলোর মাশুল বয়ে যাই।
আজ স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেছে। কিন্তু কি দুঃখ !কি দুঃখ! আমরা আজও রাজাকারদের উপযুক্ত শাস্তি দিতে পারলাম না । একজনের ফাসির আদেশ হল। কিন্তু
সে পলাতক। কি প্রহসন!
আরেকজন ২০০ এর অধিক খুনের দায়েও যাবজ্জীবন কারাদণ্ড পেলেন মাত্র। আর রায় শুনে বের হওয়ার সময় V চিহ্ন দেখাছিলেন। যেন আগে থেকেই জানতেন এমনটা হবে। আর এই V চিহ্ন যেন আমাদের স্বাধীনতার সকল শহীদদের কটাক্ষ করছিল। সেই সব শহীদ পরিবারদের তখন বিদ্রূপ করছিল যাদের হারান স্বজনদের ওই রাজাকার নিজ হাতে খুন করেছিলেন। এ লজ্জা আমরা কোথায় রাখি?
এদের কি উপযুক্ত বিচার হবে না? এরা কি স্বাধীন বাংলাদেশ এ আলো বাতাসে আরো ৩০ বছর নিঃশ্বাস নিবে? না না। এটা হতে দেয়া যায় না। কিন্তু ওদের উপযুক্ত শাস্তি দিতেই হবে।কিন্তু কে দিবে?
সরকারি বিরোধী দল সবাই এখন সামনের নির্বাচন কে নিয়ে এই ইস্যুয়ে নতুন রাজনৈতিক খেলায় নেমে গেছেন। নির্বাচনের পূর্বে সেফ সাইডে থাকাই তাদের উদ্দেশ্য। হায়রে
বাংলাদেশ!
©somewhere in net ltd.