![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ামি খুব একাকী একজন মানুষ। জীবনে চলার পথে ভুল গুলোর মাশুল বয়ে যাই।
মেসি আর রোনালদোর তুলনা করতে গিয়ে সবাই প্রায় মুখে ফেনা তুলছে আজকাল। আমার এখানে কিছু অভিমত আছে।
প্রথমেই বলে নেই মেসি আর রোনালদো দুজনেই ওয়ার্ল্ড এর দুটি খুব বড় এবং শক্তিশালী ক্লাব এ খেলে।কিন্তু আসল পার্থক্য হল দুজনের খেলার ধরনের। দুজনেই ফরওয়ার্ড position এ খেলে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফুটবল শেষ পর্যন্ত ১১ জনের খেলা। এখানে শুধু একটা প্লেয়ার ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে না। অন্যদের ভুমিকাও গুরুত্বপূর্ণ। মেসি Barcelonai এমন position এ খেলে যেখানে তাকে বল যোগান দেওয়ার অনেক প্লেয়ার থাকে- xavi. Iniesta puyel .pike এবং সবচেয়ে বড় ব্যাপার হল এইসব প্লেয়ার দের প্রত্যেকের নিজেদের গোল করার বেশ ভাল সামর্থ্য আছে।আরেকটা বিষয় হল barcelonai সব প্লেয়ার দের মধ্যে ভাল বোঝাপড়া আছে। তাই তারা একে অপরকে ভাল সহযোগিতা করে selfless খেলা খেলে। একজন গোল করতে না পারলেও আরেকজন গোল করার সামর্থ্য রাখে। যার ফলে ultimate ফলাফল হল জয়। মেসি নিজেও গোল করানোতে ভাল ভুমিকা রাখে। এটা অবশ্যই স্বীকার করে নেয়া যায় যে xavi. Iniesta ওয়ার্ল্ড এর সেরা মিড ফিল্ডার দের মধ্যে অন্যতম।। তাই তাদের সহযোগিতা পেয়ে মেসির ভাল খেলা আর ভালভাবে তরান্বিত হয়।এর সবচেয়ে ভাল উদাহরন হল স্পেন জাতীয় দল । ওখানে মেসির মত কেউ খেলে না। কিন্তু তারপরও তারা ২ টা ইউরো + ১ টা ওয়ার্ল্ড কাপ জিতেছে।
ঠিকমত লক্ষ্য করলে দেখা যাবে যে স্পেন আর Barcelona এর মধ্যে কোন উল্লেখযোগ্য পার্থক্য নেই মেসি ছাড়া। তবুও তারা বিশ্ব চ্যাম্পিয়ন ।কারন তাদের xavi iniesta .puyel. pike. Villa এদের মত প্লেয়ার আছে।
আমার বলার মানে এই নয় যে মেসি অসাধারন নয়। বরং এটাই যে মেসির অসাধারণত্ব প্রকাশ পায় তার সহ খেলোয়াড়দের সাহায্যে। মেসি না খেললেও Barcelona অনেক শিরোপা জিতত। পার্থক্য খালি একটাই হত। মেসি খেললে জিতত ৪-০ গলে। মেসি না খেললে ১-০ গোলে। আমার এই ধারনার পক্ষে চমৎকার উধাহরন হল যে স্পেন যখন ২০১০ ওয়ার্ল্ড কাপ জিতেছে বেশির ভাগ ম্যাচ ই তারা জিতেছে ১-০ গোলে বা ওইরকম কম গোলের বাবধানে ।
আর আর্জেন্টিনা দলে মেসি একই position খেলে। কিন্তু ওইখানে মেসির পারফর্ম ভাল হায় না। কারণ ওইখানে তাকে বল যোগান দেওয়ার xavi .iniesta মান সম্পন্ন প্লেয়ার নেই। তাই সে গোল করতে পারে না Barcelonai যেরকম করে।
আর রোনালদোর কথা বলতে গেলে বলা যায় অর খেলার ধরন মেসির মত নয়। ও সাধারনত খেলে মূল স্ট্রাইকার হিসেবে ।এবং রিয়াল মাদ্রিদ এ খুব ভাল মান সম্পন্ন মিড ফিল্ডার নেই। যেমন টা ছিল Manchester United এ ।ওইখানে রোনালদো তার সেরা খেলাটা খেলতে পারত।আর রিয়াল মাদ্রিদ এর খেলার ধরন আলাদা। ওইখানে বাকি স্ট্রাইকার রা সবাই গোল করতে চায়। selfless খেলা হয় না ।
আর জাতীয় দলের কথা বলতে গেলে মেসির মত একই রকম বলা যায়। পর্তুগাল এ রোনালদো কে সাপোর্ট দেওয়ার মত কেউ নেই বলে রোনালদো তার সামর্থ্যর পুরোটা দিতে পারে না।
আর ফাইনাল কথা এটাই যে মেসি আর রোনালদো দুজনেই ওয়ার্ল্ড এর সেরা প্লেয়ার বর্তমানে। কিন্তু মেসি তার প্রতিভার পুরোটা দিতে পারে টিম কম্বিনেশন ভাল হওয়ার কারণে। আর রোনালদোর ক্ষেত্রে তা নয়।
©somewhere in net ltd.