নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদ্ভট

দ্ভট প্রাবন্ধিক

এবি মিনহাজ

উদ্ভট প্রাবন্ধিক

এবি মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

টু বি কন্টিনিউড.......

২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৮

........................

-এই শুন, মাসে ৫০০ টাকা করে পাবে। সক্কাল সক্কাল

এসে রুম-টুম ভালভাবে পরিষ্কার করবে, থালাবাসন ধুবে,

আর মাঝে মাঝে কাপড়চোপড় ধুবে।

- আফা, এত কাম করতে অব আর মাত্র ৫০০ ট্যাহা?

- ক্যান, ৫০০ টাকা কম হয়ে গেলো? তুমি তো আরও দুই

বাসায় ঠিকে ঝির কাজ কর। সব মিলে তো ইনকাম

ভালোই।

- আফা, বিরাট সুংসার। ৫০০ ট্যাহায় পারুম না।

বারায়ে দেন।

- তোমাদের লোভ দেখে বাঁচিনে। আচ্ছা যাও আরও ৩০০

টাকা বাড়িয়ে দিবো। কিন্তু একদিন

না আসলে আমি কিন্তু হিসেব

করে টাকা কেটে রাখবো বলে দিলাম।

- ঠিক আছে আফা, আমি যাই।

-- হ্যালো, রুনু ভাবি। আজ তো আবার ঠিকে ঝি ঠিক

করলাম মাসে ৮০০ টাকায়।

--৮০০ টাকা!! এত টাকা ক্যান?

--আর বলবেন না ভাবি, বলে কি না অভাবি সংসার।

দুইটা ছেলেকে নাকি আবার স্কুলে দিছে। তাই দিলাম।

--বাদ দেন ওসব কথা। কাল আপনার গলায়

যে হারটা দেখলাম অনেক সুন্দর কিন্তু। জন্মদিনের গিফট

বুঝি?

--কি যে বলেন না ভাবি, মাত্র ৫০০০০ টাকার হার ও

আমাকে গিফট দিবে? এটা তো সেদিন

সিরিয়ালে দেখে ওকে বললাম যে আমার পছন্দ হইছে,

কিনে দাও। ও অবশ্য টাকা নাই বলে একটু অপ্পোজ করছিল।

আমিও তো ছাড়ার পাত্রী নই।

বলেছি যেভাবে পারো কিনে দাও। শেষ্মেষ অগ্রীম

বেতন নিয়েই...... হা হা।

--রোকেয়া ভাবি, আপনি পারেনও.. হা হা হা...

........................................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:২৬

এম. এ. হায়দার বলেছেন: উইল বি কন্টিনিউড... কি করার আছে... (দীর্ঘশ্বাস)

২| ২৯ শে জুন, ২০১৪ ভোর ৫:০৭

এবি মিনহাজ বলেছেন: :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.