নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই বাংলাদেশের স্বার্থে

সাদামাটা

দেশপ্রেমিক৭১

সাদা মাটা

দেশপ্রেমিক৭১ › বিস্তারিত পোস্টঃ

লেহাডি ক্যামুন হইলো[ ? কইয়ালান/sb] :| :|

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

--ভর--

যদি বল , মূর্তিতে ভর দিয়ে চলি- ভুল বলবে

যদি বল , চিন্তা চেতনায় ভর দিয়ে চলি- সেটাও হবে ভুল

আকাশের চেয়ে প্রান খোলা এক প্রেম আমি , আমাতে ভর করে সবাই চলে অথচ থেকে যাই নির্ভার ।



--বাচো--

“রাধারূপে আইলেনো সাঁই কৃষ্ণেরো সামনে

কৃষ্ণরূপে আইলেনো সাঁই রাধারো সামনে

আরে বলো বলো বলোরে ভাই...

পরম সেই “আমি” বিনে বাঁচি ক্যামোনে ?”



--চিতা--

আমি আদীবাসি-

আমি Lovely Natural ।

আমি চিতা-

ব্যঘ্র অথচ কি মোলায়েম কোমল !



--সর্বপ্রানবাদ--

সারা শরীর জুড়ে আমার- কত রং বেরঙ্গের ট্যাটু

যা কিছু দেখো- সবই আমার ট্যাটু

সারাদিন “বিশ্ব-শিশু” আমি একে চলি চমকানো সব ট্যাটু









--মানুষ--

এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে

আসল মানুষ আর প্লাস্টিক মানুষ

আসল মানুষ- যন্ত্রনার সামনেও হাসতে হাসতে প্রান দেয়

আর প্লাস্টিক মানুষ- যন্ত্রনার ভয়ে পালাতে যেয়েও বারে বারে মারা পরে



--স্থায়ী ঠিকানা--

যা ঘৃনা ছড়ায় , তা ভুল , আর যা ভুল তা শুন্য , এ শুন্যতাই দুঃখ ।

শুধুই যে ভালোবাসে সে সঠিক , আর এই সঠিকেই বশত করতে হয়। এখানেই আনন্দ স্থির ।



--বোধ—

অটল হৃদয়ে আমার-

ফুটে আছে- মোলায়েম এক “ভালবাসা্র ঘ্রান”





“মম এক হাতে বাকা বাশের বাশরী / আর হাতে রন তুর্য”

কবি নজরুলের এই কবিতায় এটা পরিষ্কার যে-

রাজনীতির জন্য লাগে অস্ত্র আর ধর্মের জন্য লাগে প্রেমিক হৃদয় । তাই মানবতা প্রতিষ্ঠায় অস্ত্র এবং প্রেমিক হৃদয় দুটোরি সমন্বয় দরকার ।



-জীবন মন্ত্র--

ভালোবাসি- কোন আশা না করে

খাই- প্রান ভরে

কাজটা করি- ভালোবেসে

ঘুমাই- আরামে





--Nothing is Impossible--

এখন যেটা অসম্ভব মনে হচ্ছে , একটু পরেই সেটা আরেকজন করে দিচ্ছে

তাই অসম্ভব বলে কিছু নাইরে বন্ধু ।



--বাস্তবতা--

সুবিধাবাদী কৃত্তিম বাস্তবতার মাথা পারিয়ে এগিয়ে চলে-

সহজ সাবলীল মমতাময়ী বাস্তবতা।



--মূর্তি না, হৃদয় পূজো--

আমি, হৃদয় কাবায়- শুধু মুর্তি কিংবা শুধু শুন্যতার বিপক্ষে

তাইতো , আমার খোলামেলা হৃদয়ে কি পরম মমতায় শুয়ে আছে মূর্তিরা



--জনপ্রিয়--

Mr. Normal হাসিতেই আপন



--দুর্বলতা--

কামনার ফাদ – বস্তু পুজা – পরশ্রীকাতরতা – কৃত্তিম ভাব – অভিমানী – সেন্সিটিভ মাইন্ড

এরা আর কিছু না- এক জটিল তীর

যা মানুষকে টেনে হিচড়ে আধারে নামিয়ে আনে শুধু ।



--ফেরেস্তা--

কারন ছাড়াই এমনি এমনি হাসা আর ভালোবাসা- ফেরেস্তার লক্ষন



--আবেগ ও বিশালতা--

প্রেমাবেগে না ভাসলে

কামাবেগে ডুবে মরবি







আমি এতোই সহজ যে সত্য বলতে আমার কষ্ট হয় না

আর তাইতো ভালোবাসাতেও আমার নেই কোন সমস্যা ।

-ইন্টারনেট

--বীর--

আমি ছুরির উপর দিয়া হাটি , আমিই ২৪ ঘণ্টা বুলেটের মধ্যে দিয়া আগাই

-অমি রহমান পিয়াল (ব্লগার ও এক্টিভিষ্ট)



--মূর্তিদের আবেদন--

ও মন ! তুমি তো আনন্দ আর আমরা তোমাকে পেয়ে হাসতে হাসতে আত্মহারা

-মাওলানা রুমী



তোমারি দিকে তোমার চক্ষু ফিরাও , যেন তুমি আমাকে তোমারি মধ্যে অবস্থানকারী শক্তিসালী , প্রতাপসম্পন্ন ও চীরস্থায়ী দেখতে পাও ।

*

যদি আমার ভৃত্য তোমার কাছে কিছু চায় , তবে তাকে নিরাশ করে ফিরিয়ে দিয়ো না , কারন তার মুখমন্ডল আমারই মুখমন্ডল , অতএব আমার সামনে লজ্জিত হও ।

*

হে মানব সন্তান ! তোমার হৃদয়ের আনন্দে আহলাদিত হও , যেন তুমি আমার সাক্ষাত লাভ করতে পারো এবং আমার সৌন্দর্য প্রতিফলিত করবার উপযোগী হতে পার ।

*

হে মানব সন্তান ! আমার সামনে বিনীত হও , যেন আমি তোমার কাছে অবতরন করতে পারো এবং আমার প্রত্যাদিষ্ট ধর্মকে জয়যুক্ত করবার জন্য সাহায্যকারী হও , যেন তুমি আমার রাজ্যে জয়ী হতে পারো ।

*

হে আমার মৌখিক বন্ধু ! একটুখানি চিন্তা কর ! তুমি কি কখনো শুনেছ যে , বন্ধু ও অপরিচিত ব্যক্তি একই হৃদয়ে বাস করে ? অতএব , অপরিচিতকে হৃদয় হতে বহিষ্কার কর , যেন প্রিয়তম নিজ আবাসে প্রবেশ করতে পারে । / মহান বাহাউল্লাহ

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সিরাম অবস্থা দেখি! :-B :-B :-B

++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.