![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--দুনিয়া আমার--
আমার আকাশে-
পাখি এক উড়ে যাচ্ছে- “সুন্দর”
টিম তালে ঘুরছে- জং ধরা ফ্যানটা , গম্ভীর বাতাসে জুড়ায় ক্লান্ত প্রান
মসজিদে নামাজ পড়ছে বিনম্র মুসোল্লী , ইমাম সাহেব বেশ সিরিয়াস- মাস শেষে কড় কড়ে নোট
বোরখা পরা মেয়েটা বন্ধ করে দিয়েছে- সবকটা জানালা , শুধু নয়নতারা ডাকছে প্রেমিক যুবক
সপাং ! নেমে আসলো নির্দয় কোদাল , অচিরেই হেসে উঠবে- “কোমল গোলাপ”
মন খারাপ ঐ মেঘের আড়ালে উকি দিচ্ছে- সুর্য্য মহান
…আকাশে আমার ।
*
--“সমগ্রের ভেতরে”--
মনে সে করেছিল - আমি নেই , যেমন মাছ জানেনা সমুদ্র কি অগাধ !
অথচ সে আমার ভেতরেই- “হাত পা ছুড়ে নাচলো , কাদলো, হাসলো , ছুটে বেড়ালো
তারপর ঘুমিয়ে পরলো”
তার সমস্ত কান্ডকারখানা আমার ভালোই লাগছিলো
গর্বে পত পত করে উড়ছিলো , আমার ঢেউ এর পতাকা
*
--বীর--
বেহায়া , ইতর শ্রেনী ছিলোনা সে
মৃত্যুর জন্যে , চলে যেতে সে ছিলো প্রস্তুত
তাই তো জীবন তাকে বারে বারে জানাতো – সেলাম
*
--আমার--
সাবলিলতা আমার ধর্ম
সহজীয়া আমার মর্ম
অদম্য আমার বর্ম।
প্রকৃতি আমার ঘর
নাই যে কেউ পর।
©somewhere in net ltd.