নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

--“সুহে থাকতে ভূতে কিলায়” মেন্টাল হসপিটাল--

রবিনের প্রান "বাংলাদেশ"

E-mail : [email protected]

রবিনের প্রান "বাংলাদেশ" › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা নির্বাচিত কবিতা-ঈদ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

বিশ্বের সেরা নির্বাচিত কবিতা
--মন্ত্র--
বিশালে হাসি
এমনি ভালোবাসি....

--চেতনার সৌরভ--
আশার সৌরভ ছড়াই বিশালে
প্রেম আমি সুন্দর ।

--হাফ গ্লাস পানি--
না আমি দেখি গ্লাস আর না দেখি ওর আধেক শুন্যতা
আমি তো দেখি পানি ঐ প্রানেশ্বর যার নাম!

--বদ্ধ কফিন--
মানুষের অন্তর…বদ্ধ কফিন
দরাম খুলে যায়…ভালোবাসার প্রবল বাতাসে
ফুরত উড়ে যায় পাখি… সুন্দর

---“সহজিয়া ধর্ম”---
সময় ফুরিয়ে যাক
দেহ উড়ে যাক
মন পুরে যাক
সব ভেঙ্গে হোক চুরমার
ও হৃদয় আমার ! তুমি থেকো শুধু সহজ- প্রশান্ত
জানো তো , সহজিয়ার দেশে করে বসবাস- “প্রশান্তি”


--আত্মজ্ঞান—
নিজেকে ভালোবাসার চেয়ে বিশুদ্ধ প্রেম নেই
নিজ শক্তির চেয়ে শক্তিধর কেউ নেই
নিজেতে ভক্তির চেয়ে মহিমান্বিত কিছু নেই
নিজেকে বিশ্বাসের চেয়ে খাটি কোন বিশ্বাস নেই
নিজের চেয়ে বড় কোন আনন্দ নেই
নিজের স্বাধীনতার চেয়ে আর কোথাও মুক্তি নেই
নিজের চেয়ে চাক্ষুস কোন স্বাক্ষী নেই
নিজ ভরসার চেয়ে পর-ভরসায় কাজ নেই
নিজের চেয়ে গুরুত্বপুর্ন কেউ নেই
নিজের চেয়ে আরামদায়ক কেউ নেই
নিজের চেয়ে ঐশ্বর্য্যশালী কেউ নেই
নিজের চেয়ে সুন্দর কেউ নেই
নিজের চেয়ে মার্জিত কেউ নেই
নিজের চেয়ে সঠিক কেউ নেই
নিজের চেয়ে কামনীয় কেউ নেই
নিজের চেয়ে প্রেমময় কেউ নেই
নিজের চেয়ে মায়াবী কেউ নেই
নিজের চেয়ে পূজোনীয় কেউ নেই
নিজের চেয়ে বড় কোন নেতা নেই , ক্ষমতাবান নেই
নিজের চেয়ে দায়িত্বশীল অভিভাবক নেই
নিজের চেয়ে সুগন্ধি কিছু নেই
নিজের চেয়ে সুস্বাদু কিছু নেই
নিজের চেয়ে বিস্তৃত কিছু নেই
নিজের চেয়ে বিচিত্র কিছু নেই
নিজের চেয়ে নতুন কিছু নেই

নিজেকে নিয়ে নিজের আমার গর্বের শেষ নেই
নিজেতে নিজেই আমার আশীর্বাদের কমতি নেই
নিজের আশ্রয় নিজে ছাড়া আর কোন আশ্রয় নেই।


--চাওয়া--
মজাদার প্রেম ? নাকি বিষন্ন প্রেম
কাকে চাও তুমি? কেই বা তোমার লক্ষ্য?
তোমার চাওয়াই নির্ধারন করে দিবে তোমার বাস্তবতা।



--নিমগ্ন বোধ--

সমগ্রের প্রান , ও হৃদয় সুন্দর আমার !
যেদিকে তাকাই শুধু তোমায়ই দেখি
হে প্রেম আমার !


--আপন ঘরের খবর নে না—

আজ আমি কোথাও যাবো না
আজ শুধু আমার এ ঘরেই থাকবো
দেয়াল নেই, ছাদ নেই- “উদোম ফুরফুরে হাওয়ার ঘর আমার”
এ আমার প্রানের ঘর
নিঃশব্দের চর
দিলখোলা আমার এ ঘরে কিছু নেই
বসতে যে দেবো পিড়ে নেই
শুতে দেবো পালঙ্ক নেই
এই নাও তোমায় দিলাম- “বাতাসার মুক্ত প্রশাদ”
এবার বাড়ি যাও , আমাকে আমার মত থাকতে দাও


--সুসংবাদ--
সবখানে ফুটে আছি- প্রেম আমি সুন্দর
অনিন্দ্য রূপ দেখে আমার - আমি মাতাল চূড়
আমার হৃদয় মুক্তির সুসংবাদে- তুলি তৃপ্তি ঢেকুর


--সত্যম--
সাদরে মৃত্যুরে করলে গ্রহন
জীবন ছোবে তোমার রাঙা চরন।
মন মাতানো হাসি হাসবে তখন
প্রান খোলা কান্না কাদবে যখন।
দোষ ধরা ভুলে যাবে যেদিন
প্রেমিক হবে সেদিন ।
ক্ষুদ্রতারে ছুরে ফেললে
বিশালতার দেখা পাবে।
দিয়ে দিলে
পেয়ে যাবে ।

--সর্বোক্ষন--
শিশুর মুক্ত মনরে করো স্মরন
হাসো বিশালে অকারন
এই কথাটা মানিলে ও মন
হবে না আর তোমার মরন ।

--অন্তর-বাহির--
বিচলিত যে বাহির দ্বারা
অচিরেই বাহিরের জালে পরবে সে আটকা।
বাহির প্রভাবিত যার ভেতর দ্বারা
অচিরেই বাহির তার মুঠোয় দিবে ধরা।

--শরীর আর মন--
এ শরীর , দুনিয়ার সর্বোচ্চ তীর্থস্থান সর্বশ্রেষ্ঠ আশ্রয়
আমার শরীর , আমার ভক্ত
যাই বলি তাকে ,করে সে বিনা বাক্যে
তাই তো প্রতিনিয়ত , ঢেলে চলে “মন”-
শুভ্র সফেদ আশীর্বাদের ফুল্লোধারা- আমার শরীরে।
--প্রার্থনা--

প্রার্থনা আমার চলে দিন রাত- মনের আয়নায়
সর্বশক্তিমান অসীম দয়াময়- আমারি উন্নত রূপের প্রতি বিনম্র শ্রদ্ধায়


-জীবন মন্ত্র--
ভালোবাসি- কোন আশা না করে
খাই- প্রান ভরে
কাজটা করি- ভালোবেসে
ঘুমাই- আরামে

--উজার--
নিজের হাতে বানানো অভিমানের এই কারাগার
ভেঙে করো চুর মার
এসো , নাচো আর হারিয়ে যাও

--জীদ--
একটি গোপন জীদ আমাকে ফাকা রাখছিল
আর সে ফাকা “নিস্তব্ধতার সুবাসে” ভরিয়ে তুলছিল


--আপন সৌরভ--
ভালো মানুষ তো তরতাজা ফুল
যেখানেই যাক, সুবাস ছড়াবে



--রাধুনী--

সিংহ পুরুষ যেন ধারাল ছুরি
সমাজ এ বাস্তবতারে, কচি লাউয়ের মত ফালা ফালা করে কেটে, এরে করে তোলে সুস্বাদু।

--মুক্তি--

ততক্ষনই তুমি প্রতিবন্ধী, যতক্ষন তুমি বাহির দ্বারা প্রভাবিত
তখনই তুমি মুক্ত, যখন বাহির তোমার দ্বারা প্রভাবিত


--মূলে “সহজ”—
কবি নজরূলের ভাষায়-
“মম এক হাতে বাকা বাশের বাশরী আর হাতে রন তুর্য্য”!
এক দুধ আর বাহারি মিষ্ঠান্ন
দুই-ই গুরুত্বপুর্ন ,
শুধু দুধ দিয়ে কি হবে?
অথচ দুধ ছাড়া মিষ্টান্ন না হবে।
দেহের আছে দুই চোখ
ভেতরেরও দুই চোখ- মন আর হৃদয়
এক চোখে পথ হয়ে যায় কঠিন
দুই চোখে সব সহজ ।
ভালোলাগা আর ভালোবাসা সে তো এক নয়
ভালোলাগা তোমাদের জন্যে, আসে এ মন থেকে
ভালোবাসা সে তো আমার জন্য, আসে হৃদয় থেকে ।
ও প্রকাশ্য , ও বিচিত্র্‌ , ও যৌক্তিক
ও খোলস , ও সমগ্র , ও চিন্তাশীল্‌ ও জড়ে আবদ্ধ প্রিয় পাপেট আমার
মন আমার তোমায় পেয়ে খুশী ।
“কিছুই না” এ বাস করে এই যে “প্রেম” , সে যে আমায় পেয়ে সুখী ।




--মজার “আমি”--
নিজেকে আমার জোকার জোকার লাগে
আমাকেই আমার বেশ মজা লাগে
যাই করি তাই মজা লাগে
যাই খাই তাই মজা লাগে
যেখানেই যাই সেখানে মজা লাগে
ঘুমালে মজা লাগে , ব্যস্ততাও মজা লাগে
আরামে মজা লাগে , মজা লাগে ব্যারামেও
কথা বললে মজা লাগে , নির্জন নিরবতাও মজা লাগে
মজা লাগে হতে প্রেমের শিকার
ঘৃনার আক্রমনেও লাগে মজা
সহজে মজা লাগে , জটিলেও মজা লাগেনা যে তা নয়
মানুষকে দেখলেই আমার মজা লাগে।



--দুনিয়া আমার--
আমার আকাশে-
পাখি এক উড়ে যাচ্ছে- “সুন্দর”
টিম তালে ঘুরছে- জং ধরা ফ্যানটা , গম্ভীর বাতাসে জুড়ায় ক্লান্ত প্রান
মসজিদে নামাজ পড়ছে বিনম্র মুসোল্লী , ইমাম সাহেব বেশ সিরিয়াস
বোরখা পরা মেয়েটা বন্ধ করে দিয়েছে- সবকটা জানালা , শুধু নয়নতারা ডাকছে প্রেমিক যুবক
সপাং ! নেমে আসলো নির্দয় কোদাল , অচিরেই হেসে উঠবে- “কোমল গোলাপ”
মন খারাপ ঐ মেঘের আড়ালে উকি দিচ্ছে- সুর্য্য মহান
…আকাশে আমার ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: সবাই কে ঈদের শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.