![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি স্বপনে কি জাগরনে , জীবনের টেলিভিশন দেখে চলো ২৪ ঘণ্টা বিরতীহীন
এই দেখা , শুধু দেখার জালে বন্দী থাকাই তোমার নিয়তি না
তুমি মহাকাশ , তুমি মহাসমুদ্র , তুমি বিরাট , তুমি স্বর্গীয় সৌন্দর্য্য- পরমানন্দ
ধারন করো এই সমগ্র , এই বৈচিত্র , এই অজস্র রঙ- এই ক্ষুদ্রদের
যেমন মাতৃবিশ্ব ধারন করে এই প্রকৃতি প্রানদের
যেমন আকাশ ধারন করে পাখিদের
যেমন সমুদ্র ধারন করে মাছেদের
যেমন মা ধারন করে সন্তানদের
যেমন রক্ত ধারন করে শরীরদের
যেমন আনন্দ ধারন করে দুঃখীদের
যেমন নিস্তব্ধতা ধারন করে কোলাহলদের
যেমন সহজ ধারন করে জটিলদের
যেমন কচুপাতা ধারন করে বৃষ্টিদের ।
আত্মগর্বে বুকটা তোমার ফুলে উঠুক
যেমন সমুদ্র , নিজের গর্বে ফুসে ওঠে
নিজের বিশালতায় নিজে মুগ্ধ হয়ে প্রতি মুহুর্তে তোলো- “তৃপ্তি-ঢেকুর”
নিজেকে নিয়ে নিজের গর্বের আনন্দে থাকো বেহুস ।
জানো তো?
নেতৃত্বের চেয়ে বড় কোন গুন নেই
আত্মগর্বের চেয়ে মধুর কোন তৃপ্তি নেই ।
আর তাই তো-
লাখো জনতার পাখ পাখালীর এ ঝাক , আজও উড়ে বেড়ায়
তোমার আকাশে- “সুন্দর”।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০২
শরীফ বিন ঈসমাইল বলেছেন: সুন্দর কথা মালা