নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

পূজার কারণে তাফসিরুল কুরআন মাহফিলে নিষেধাজ্ঞা!!

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮

পূজার কারণে তাফসিরুল কুরআন মাহফিলে
নিষেধাজ্ঞা!!
.
৯২% মুসলমানের দেশ "বাংলাদেশ" কি তাহলে সত্যিই
"হিন্দুস্তানের" অঙ্গরার্জে পরিণত হচ্ছে!!
.
সারা দুনিয়ায় মুসলিম দেশ নামে খ্যাত বাংলাদেশে
কখনো শোনা যায় নি যে, মুসলমানদের কোন অনুষ্ঠানের
কারণে হিন্দুদের পূজা স্থগিত করে দিছে! কিন্তু এবার
শুনতে হল হিন্দুদের পূজার কারণে স্থগিত করে দেওয়া হল
কুরআনের তাফসীর মাহফিল!!এটা যে মুসলমানদের জন্য
কতটুকু লজ্জার!!!!!!!!
.
আগামী ২২ অক্টোবর ঠাকুরগাঁও জেলায় একটি বড়
তাফসিরুল কুরআন মাহফিল করার কথা ছিল।আর এজন্যে
জেলা পরিষধের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল
(বাংলাদেশে কিন্তু কুরআনের মাহফিল করতে অনুমতি
নিতে হয়)।সে অনুযায়ী চলছিল মাহফিলের প্রচার
প্রস্তুতি।চলছে মায়িকিং,চলছে পোস্টারিং,চলছে
প্রচারনা।কিন্তু,শেষ পর্যায়ে এসে জেলা প্রশাসক
মাহফিলটি স্থগিত করে দিয়েছে।আর এর কারণ হিসাবে
দেখানো হয়েছে "দূর্গা পূজা"!!!!!!!
.
কি আজব মুসলিম দেশে বাস করছি যেখানে শাসক ও
একজন মুসলিম কিন্তু মূর্তি পূজার জন্যে আজ কুরআনের
মাহফিল বন্ধ করে দেওয়া হয়!!!
.
শাসকগোষ্ঠীকে বলতে চাই......
আমাদের পাশের রাষ্ট্র "হিন্দুস্তান" এর রাজধানী
"নয়াদিল্লী" তে সকালের পূজা এবং ঘুমের সমস্যা
দেখিয়ে উচ্চ আদালত থেকে "ফযরের আযান" প্রকাশ্যে
দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।আর আমাদের দেশ
"মুসলিম রাষ্ট্র " হওয়ার পরো পূজার জন্যে আল্লাহর
কুরআনের মাহিফিল বন্ধ করে দেওয়া হল!
তাহলে, "হিন্দুস্তান" আর "মুসলিমরাষ্ট্র" এর মধ্যে
পার্থক্য থাকল কি???????
.
হে শাসক......
আল্লাহকে ভয় করুন।এই আল্লাহ তায়ালাই আপনাদেরকে
দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।আর আপনারা
দায়িত্ব পেয়ে তা ইসলামের বিপক্ষে ব্যবহার করছেন।
মনে রাখবেন,"যে আল্লাহ দায়িত্ব দিতে পারেন, তিনি
কিন্তু দায়িত্ব নিয়ে নিতে পারেন"
.
আল্লাহ তায়ালা সকলকে হেদায়াত দান করুন।
(আমিন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.