![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"দুনিয়ার অন্য মা রা জন্ম দেন সাধারণ শিশু"
"আর ফিলিস্তিনের মা রা জন্ম দেন এক একটা মুজাহিদ"
.
সেই বহুকাল যাবত ইযরাইল ফিলিস্তিনের উপর হামলা
নির্যাতন চালিয়েই যাচ্ছে।যার কোন সমাপ্তি হচ্ছে
না।হামলা চালাচ্ছে আবার কিছু দিন চুপ থাকছে তারপর
আবার পুনরায় হামলা।এক এক করে ইযরাইল
ফিলিস্তিনের সব ভূখণ্ড দখল করে নিচ্ছে।
.
ইযরাইলের সামরিকভাবে প্রচুর শক্তিশালী হওয়ায়
তাদের সাথে ফিলিস্তিন পেরে উঠছে না।আবার
ইযরাইলের পাশে বন্ধু এবং সাহায্যকারী হিসাবে আছে
বিশ্ব মোড়ল আমেরিকা। আমেরিকা প্রত্যক্ষভাবে
ইযরাইলের হয়ে যুদ্ধ বা হামলা না করলেও যতভাবে সম্ভব
ইযরাইলের পাশে আছে।
.
আন্যদিকে শক্তিশালী মুসলিম সম্প্রদায় আজ নিরব
ভূমিকা পালন করছে।আসলে ইসলামী দেশ হলে কি হবে
তাদের রাষ্ট্রপ্রধান ত আর ইসলাম প্রেমী নন।তারা
নিজের ক্ষমতার জন্যে দুনিয়ার সামান্য সুখের জন্যে
অমুসলিমদের পাচাটা গোলাম হয়ে গেছে।দুনিয়ার সব
মুসলমান মরে সাফ হয়ে গেলেও তাদের কোন ভ্রুক্ষেপ
নেই। তাদের শুধু চাই ক্ষমতা।ক্ষমতা টিকিয়ে রাখতে
তারা যেকোন কিছু করতে প্রস্তুত।আর তাই
ফিলিস্তিনের অসহায় মুসলমানদের পাশে দাড়ানোর মত
কেও নেই।
.
বিশ্বের মুসলিম মোড়লরা সাহায্য না করলেও
ফিলিস্তিনিরা কেও এখন বসে নেই।কারণ,এত দিন
ইযরাইল তাদের উপর হামলা করেছে। কিন্তু এখন তারা
মুসলমানদের কলিজায় হাত দিয়েছে।ইযরাইলের
কাফেররা মুসলমানদের প্রথম কিবলা "আল আকসা" দখল
করে নিয়েছে।
.
"আল আকসা" উদ্ধারে কোন মুসলিম দেশ সাহায্য না
করলেও ফিলিস্তিনের যা যা আছে তারা তাই নিয়ে
ইযরাইলের মোকাবিলা করার চেস্টা করেছে।এক্ষেত্রে
ফিলিস্তিনের যুবকদের ভূমিকা অনেক প্রশংসনীয়।
ইযরাইলের ভারী অশ্রের মোকাবিলা করছে "পাথরের
টকরা" দিয়ে।আল্লাহু আকবার -তাদের ঈমান কত শক্ত।
ইসলামের জন্যে তারা নিজের জীবন বাজি রেখে
সাহসের সাথে ইযরাইলের সৈন্যদের মোকাবিলা করছে।
.
ফিলিস্তিনের যুবকরা যেখানে ইসলামের জন্য এত
সাহসী রূপ দেখাচ্ছে।সেখানে যুবক বড় ভাইদের দেখে
ছোট ভাইরাও সাহসী হয়ে গেছে।তারা ও এই অল্প বয়সে ইযরাইলের কাফের সৈন্যদের লক্ষ করে পাথর ছুড়ছে।মনে হচ্ছে এই সত্যিকারের খালেদ বিন ওয়ালিদের উত্তরশরী #মুজাহিদ
.
আল্লাহ তায়ালা আপনি ফিলিস্তিনের
জিহাদ রত সকল মুসলমানকে কবুল করেন এবং তাদের
মাধ্যমেই "আল আকসা" কাফের ইহুদীদের হাত থেকে
উদ্ধার করে দেন।
(আমিন)
©somewhere in net ltd.