নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

পূজা এবং দুর্বল ঈমানধারী মুসলমানদের ভন্ডামী!!!!!

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

পূজা এবং দুর্বল ঈমানধারী মুসলমানদের ভন্ডামী!!!!!
.
প্রতি বছরই এখনকার এই সময়টাতে দূর্গা পূজা আনুষ্ঠিত
হয়।এই পূজা মূলত হিন্দু ভাইদের অনুষ্ঠান হলেও
মন্ডবগুলোতে দুর্বল ঈমানধারী মুসলিমদের আগমনই বেশি
ঘটে আমাদের বাংলাদেশে।বেশির ভাগ মুসলমান যায়
না বুঝে, এর কুফল(পাপ) সম্পর্কে না জেনে।আবার অনেক
মুসলিম নামধারী নাস্তিক রয়েছে যারা কোন ধর্ম মানে
না (এক প্রকার হিজরা) তারা সকল ধর্মের স্বদই গ্রহণ
করতে চায়(নাউযুবিল্লাহ)
.
বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে শতকরা ৯২ ভাগ
হল মুসিলিম। আর বাকি শতকরা ৮ ভাগের মধ্যে রয়েছে
হিন্দু,খ্রীস্টান, বৌদ্ধ সহ বাকি সকল ধর্ম।কিন্তু
পূজাগুলোতে এত মানুষের উপস্থিতি হয় যে বুঝায় উপায়
থাকে না এটা কি বাংলাদেশ না ভারত!!!!!
.
অনেক মুসলমান মানবিকতার দোহাই দিয়ে একটি
স্লোগান দেয় যে "ধর্ম যার যার উৎসব
সবার" (নাউযুবিল্লাহ)
যেখানে সুস্পষ্টভাবে বলা আছে....
"হে মুমিনগণ তোমারা বিধর্মীদের কোন ধর্মীয় উৎসবে
উপস্থিত থেকো না কারণ ঐসময় আল্লাহ তায়ালার পক্ষ
থেকে সেখানে গজব নাজিল হতে থাকে"
(বায়েহাকি)
.
আজ মুসলমানরা মন্দিরে বা পূজা মন্ডপে যাচ্ছে পূজা
দেখার জন্যে কিন্তু একবারো কি দেখেন কোন হিন্দুকে
মসজিদে কিংবা কোন মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে
আসতে দেখছেন??
কখনই দেখেন নাই।কারণ,হিন্দুরা আমাদের কোন কাজে
আসে না।যেখানে হিন্দুরা আসে না আমাদের কোন
অনুষ্ঠানে সেখানে মুসলমানরা তাদের পূজায় যাচ্ছে!!!!
ছি ছি ছি.....লজ্জা শরম কি মুসলমানদের হারাতে চলছে
না কি!!!!
.
মুসলমান আজ নিজের সম্মান নিজেই কমাচ্ছে।আর
হিন্দুরা মুসলমানদের এই সকল পাগলামী দেখে অট্ট
হাসি হাসে এবং আনন্দ নেয়!!
একজন ঈমানদার মুসলিম কখনো মূর্তিপূজাকে সমর্থন
করতে পারে না, আর যদি সমর্থনই না করলেন তাহলে
মূর্তি পূজার মধ্যে উপস্থিত হওয়া কি এক ধরণের সমর্থন
নয়???
.
হায় রে নামধারী গো খাদক মুসলিম.....
যেখানে তোরা হিন্দুদের পূজার নারু,মুয়া খেতে
হিন্দুদের বাড়ি বাড়ি যাস বেশরমের মত!! সেখানে
আমাদের পাশের হিন্দুস্তানে সামান্য গো গোস্ত
খাবার মিথ্যা অভিযোগে আমাদের মুসলিম ভাইদের
পিটিয়ে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে!!
.
আসলে দুনিয়ার সব কিছুই হল আল্লাহ তায়ার পরীক্ষার
অন্তর্ভুক্ত।এখানে ঈমানদারগণ পাশ করবেন আর ওই সকল
পূজার মন্ডবে বেড়ানো মুসলমানরা ফেল করবে!!!
আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেদায়াত দান
করুন........আমিন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.