নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

কঠোর পরিশ্রমের কাছে টেলেন্ট হার মানে!

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

কঠোর পরিশ্রমের কাছে টেলেন্ট হার মানে।

মানুষ জন্মগত ভাবে কেও একটু বেশি বুদ্ধিমান আবার কেও একটু কম বুদ্ধিমান হয়ে থাকে।এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত।দেখা যায় ছোট বেলায় কিছু শিশু মায়ের কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করে সেটা অল্প সময়ের মধ্যেই শিখতে পারে।আবার কিছু শিশু আছে যাদের শিখতে অনেক সময় লেগে যায়।এইটাই হচ্ছে জন্মগত ভাবে মেধা পাবার একটি উদাহরণ।

জন্মগত ভাবে যারা একটু বেশি বুদ্ধিমান হয় তারা বড় হয়েও তাদের কাজকর্মে মেধার ছাপ রাখতে পারে।লেখাপড়া থেকে শুরু করে চাকরি জীবনেও তাদের স্পেশাল মেধার পরিচয় তারা দেয়।এরাই মূলত টেলেন্ট মানে এক্সট্রা ওরডিনারি ব্যক্তি হিসাবে আমাদের কাছে পরিচিত থাকেন।

আমার আর এক ধরণের মেধাবী আছে যারা জন্মগত ভাবে অত্যাধিক মেধার অদধিকারী না হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদেরকে সকলের মাঝে ফুটিয়ে তোলে। এরা কঠোর পরিশ্রম দ্বারা তাদের মেধাকে উন্নত করে তোলে।

একজন সাধারণত ছাত্র যদি চায় কঠোর পরিশ্রম করে টেলেন্ট দেরকে নিজের পিছনে ফেলতে পারবে।আর এটাই মূল বাস্তবতা। আমরা আমাদের বাস্তব জীবনে এমটাই দেখে থাকি এমনকি অনেক বড় বড় মনিষী ব্যক্তির জীবনী পাঠ করে এমনটাই জানতে পারি।অনেক বড় বড় বিজ্ঞানী রয়েছেন যারা জীবনে বার বার পরাজিত হতে হতে এক সময় কঠোর পরিশ্রম করে তাদের বর্তমান অবস্থায় এসেছেন।তো সব কিছুর মূলে রয়েছে পরিশ্রম। শুধুমাত্র এই কঠোর পরিশ্রম দ্বারাই যে কোন অসাধ্যকে সাধন করা যায়।আর এটাই হল বাস্তবতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.