![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১০ই মুহাররম বা আশুরার দিন কিয়ামত হবে, এমন কথা
অনেকেই বলেন; অথচ এ কথার কোনো দলীল ও ভিত্তি
নেই। কিয়ামত হবে জুমুআ বারে (শুক্রবারে)- এটা সহীহ
হাদীস দ্বারা প্রমাণিত।
.
এটি হাদীস নয় : আশুরার দিন কিয়ামত হওয়া প্রসঙ্গে
.
আশুরা দিবসের গুরুত্ব আলোচনা করতে গিয়ে অনেকে
বলে থাকেন যে, ‘হাদীস শরীফে এসেছে, এই দিনে
কিয়ামত সংগঠিত হবে।’
.
এই কথাটা ঠিক নয়। যে বর্ণনায় আশুরার দিন কিয়ামত
হওয়ার কথা এসেছে তা হাদীস বিশারদদের সিদ্ধান্ত
অনুযায়ী ভিত্তিহীন, জাল।
.
আল্লামা আবুল ফরজ ইবনুল জাওযী ওই বর্ণনা সম্পর্কে
মন্তব্য করেন যে, ‘এটা নিঃসন্দেহে মওযূ বর্ণনা ...।’
হাফেয সুয়ূতী রাহ. ও আল্লামা ইবনুল আররাক রাহ.ও তাঁর
ওই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন।
.
(কিতাবুল মওযূআত ২/২০২; আল লাআলিল মাসনূআ ২/১০৯;
তানযীহুশ শরীআতিল মরফূআ ২/১৪৯)
.
তবে জুমআর দিন কিয়ামত সংঘটিত হওয়ার কথা সহীহ
হাদীসে এসেছে। দেখুন-তিরমিযী ২/৩৬২; আবু দাউদ
১/৬৩৪; সুনানে নাসায়ী ৩/১১৩-১১৪
©somewhere in net ltd.