নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আজ কেন এত পিছিয়ে?

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০

বাংলাদেশ খুব উন্নত দেশ, বাংলাদেশের খুব উন্নতি হচ্ছে,দেশ আস্তে আস্তে অনেক এগিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক বুলি আমরা শুনি যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের কাছ থেকে।তাদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ আজ সারা দুনিয়ার মধ্যে কিছু একটা হতে চলছে।আর এর কারণ,হল তারা (যে দল ক্ষমতায় থাকে) এত উন্নতির পিছিনে মুখ্যম ভূমিকা পালন করেছে।

আর, যখন যে দল বিরোধী দল হিসাবে থাকে তাদের কথা শুনলে মনে হয় দেশ আজ অনেক পিছিয়ে গেছে।তারা (বিরোধী দল) ক্ষমতায় থাকার সময় যা করে এসেছিল দেশের জন্য সরকার দল তা ধরে রাখতে পারে নাঈ।দেশের অবস্থা তাদের সময় খুব ভাল ছিল এখন থেকে....ইত্যাদি ইত্যাদি ইত্যাদি

আসলে সরকার দল আর বিরোধী দলের কথা শুনলে মনে হয় তারা,আসলেই কেও ই দেশের জন্য রাজনীতি করে না, করে শুধু ক্ষমতার জন্যে।জনগণের কি হল আর না হল এতে তাদের কিছু যায় আসে না।তাদের যার যার দল যখন ক্ষমতায় থাকে শুধু তখনই দেশের উন্নয়ন হয়, অন্য দল থাকলে সেটা কখনো হয় না।সরকার দল আর বিরোধী দলের এই দ্বিমুখী ভাবের কারণে দেশ আগাতে পারে না।এক দল যেভাবে দেশকে উপরে তুলার জন্য উপরের দিকে টানে ঠিক আরের দল দেশকে নিচে নামানোর জন্য নিচ থেকে টানতে থাকে।এতে করে হয় কি দেশ যেখানে থাকার সেখানেই থাকে দেশ আর আগাতে পারে না।

কি আজব রাজনীতি বাংলাদেশের!!!!

চলবেই......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২

মোঃ হৃদয় শেখ বলেছেন: তাদের দুই দলের চুলা চুলীতে আমরা আমজনতা শুধুই স্বপ্নই দেখি .................. আমাদের কাজ এইটুকুই

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

আব্দুল্লাহ রিফাত বলেছেন: হৃদয় ভাই, আপনি ঠিক কথাটাই বলেছেন।কবে যে আমরা এদের থেকে রেহাই পাব আল্লাহ মালুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.