নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

"ব্লগার" মানেই কি "নাস্তিক"???????

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

"ব্লগার" মানেই কি নাস্তিক?
আমি তো একজন "ব্লগার"..তো আমি কি "নাস্তিক"??
.
"ব্লগার" এই শব্দটার সাথে সাধারণ মানুষ পরিচিত হতে শুরু করল যখন "গণজাগরণ মঞ্চ" এর যাত্রা শুরু হল আর যখন "হেফাজতে ইসলাম" তাদের বিরোধীতা করা শুরু করল তখন থেকে।বাংলাদেশ ইসলাম ভীরু দেশ এই দেশের ৯০% মানুষ মুসলমান,তো এই দেশে যখন আলেম সমাজ কোন কিছুর বিরোধীতা করে তখন কিন্তু আমরাও তাদের পথ অনুসরণ করি এবং আমরা সাধারণ মুসলমানরাও এর বিরোধীতা করা শুরু করি।
.
"গণজাগরণ মঞ্চ" যখন যাত্রা শুরু করেছিল কিছু মুক্তমনা ব্লগার।তো প্রথমে যাত্রার শুধুতে এই সব ব্লগাররা বুঝাইত না যে তারা ইসলাম বিরোধী বা ইসলাম বিরোধী কিছু করতে চাচ্ছে।কিন্তু থলের বিড়াল আস্তে আস্তে বের হতে থাকে!"জামায়াত শিবির রাজাকার" এই বুলিটির আড়ালে ওই সব এন্টি ইসলাম ব্লগার তাদের আসল ইসলাম বিরোধী রূপটা বের করতে থাকে।মূলত রাজাকারদের ফাস চাবার আড়ালে তারা চাইত যে, তাদের মত বাংলাদেশে আরো মুক্তমনা হোক,নাস্তিক হোক।ঠিক তখনই দেশ বরেণ্য আলেম,আলেম কূলের ওস্তাদ -আল্লামা আহমেদ শফী দা:বা: সাহেব ওই সব নাস্তিক ব্লগারদের আসল লক্ষ্য বুঝতে পারেন এবং দেশের আলেম সমাজদের নিয়ে নাস্তিক ব্লগারদের বিরূদ্ধে আন্দোলন গড়ে তোলেন।ঠিক তখন থেকেই সাধারণ মানুষ বুঝতে শুরু করল "ব্লগার" মানেই মনে হয় নাস্তিক!
.
এবার আসুন জানি, "ব্লগার" কি?
আগে জানতে হবে "ব্লগ" কি?ব্লগ হল বিভিন্ন ধরণের ওয়েবসাইট,সেখানে যাদের লেখা প্রকাশ হয় তারা হল "ব্লগার"। মূলত যারা লেখালেখি করতে পছন্দ করেন তারা "ব্লগে" আপন মনে তাদের লেখা গুলো প্রকাশ করতে পারেন(তবে এখানে কিছু শর্তসাপেক্ষ ব্যপার থাকে)
ব্লগের আবার বিভিন্ন ধরণ আছে যেমন "মুক্তমনা" ব্লগাররা যে ব্লগ চালায় বা যে ব্লগে লিখে সেগুলা হল "মুক্তমনা ব্লগ"।ঠিক একই ভাবে যারা ইসলামীক লেখালেখি করেন তাদের রয়েছে বিভিন্ন ইসলামীক "ব্লগ",এই রকম লেখার ধরণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের "ব্লগ"রয়েছে।যারা যে ধরণের লেখা লিখতে পছন্দ করেন তারা সেধরণের ব্লগে লেখার সুযোগ পান।
.
তো,আমিও একজন "ব্লগার"।বিভিন্ন ধরণের ব্লগে আমি লেখালেখি করি।আমি মূলত ইসলামীক বা সমাজ সচেতনতা মূলক লেখা লিখতে পছন্দ করি এবং লিখি।
তো হইছে কি,আমি যে "ব্লগার" এই কথাটা শুনলেই অনেকে আমাকে নাস্তিক মনে করে।ফেইজবুকে যারা আমার বন্ধু বা ফলোয়ার তারা ত জানেন আমি কোন ধরণের লেখা লিখি।তো আপনারা বুঝেন কিন্তু অনেকে আছে আমি "ব্লগার" এটা শুনা মাত্রই আমাকে গালিগালাজ করা শুরু করে দেয় নানা ভাবে বুঝাতে থাকে আমি না কি নাস্তিক ইত্যাদি ইত্যাদি। এই সব কথা শুনে খুবই হতাশ হয়ে যাই--লিখি ইসলাম নিয়ে,লিখি নাস্তিকদের বিরূদ্ধে কিন্তু কতিপয় লোক কিছু না বুঝেই আজেবাজে নানা রকম কথা বলেন।আসলে আপনাদের দোষ নয়,আপনারা ত আর সবাই ভার্চুয়াল জগত সম্পর্কে সবাই ভালকরে জানেন না।আপনারা "ব্লগার" মানেই শুধু "নাস্তিক" মনে করেন। এটা মোটেও ঠিক না,এই সম্পর্কে সকলের সচেতন হওয়া উচিত।এই ঘটনা শুধু আমার সাথেই না, আমি আমার পরিচিত অনেক ইসলামীক ব্লগারদের সাথে কথা বলেছি তাদের সাথেও এমনই অনেক ঘটনা ঘটে।
.
মনে রাখবেন, আমরা "ইসলামীক ব্লগার" রাই কিন্তু "নাস্তিক ব্লগার" দের আসল রূপ সকলের সামনে প্রকাশ করে দিয়েছিলাম আমাদের লেখনীর মাধ্যমে।
.
আল্লাহ তায়ালা সবাইকে শঠিক বিষয়টা জেনে বুঝে তারপর কথা বলার তৌফিক দান করুন...(আমিন)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

কমরেড ফারুক ২ বলেছেন: না।।।।।।।।।।।
নাস্তিক না।।

২| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার শব্দের আভিধানিক অর্থ নাস্তিক নয় ।

আমি এক আল্লাহতে বিশ্বাস করি ।ইসলাম ধর্ম পালন করি ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

Anowar Hossain বলেছেন: ঠিক বলেছেন ভাই সমাজে ব্লগার হিসেবে পরিচয় দিতে মনে কেন জানে বাধে?

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: আমাদের সমাজ ব্যবস্থা এবং মন মানুষিকতা এতোটাই ছোট যে তা নিঃসন্দেহে বলা যায়!!

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

আব্দুল্লাহ রিফাত বলেছেন: আসলে যারা "নাস্তিক" বলে তাদের কেও দোষ দেওয়া যাবে না।কারণ,তারা ইসলাম এর জন্যে এই কথা বলে।আর তারা ভার্চুয়াল লাইফ সম্পর্কে তেমন কিছুই জানে না।কিছু ব্লগার নাম ধারী নাস্তিকের জন্যে আজ এই অবস্থা।

তো,কিছুই করার নেই।সাধারণ জনগণকে আমাদেরকেই সচেতন করতে হবে লেখনী দ্বারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.