নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সাংবাদিকদের "জায়দির" থেকে শিক্ষা নেয়া দরকার!

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

আজ হঠাৎ এক মহা বীরের কথা মনে পড়ে গেল। ইরাকের এক মহান সাংবাদিক জায়দি। যিনি বুশের গালে দুইটি জুতো মেরেছিলেন।
জুতো মারার সময় বললেছিলেন,
একটি জুতো ইরাকি জনগণের পক্ষ থেকে অপরটি ইরাকি শহীদদের পক্ষ থেকে।

সারা মুসলিম বিশ্বে আনন্দের ঝড় বয়ে গেল। আরব থেকে কোটি কোটি টাকা উপহার গেল।
একটাকাও গ্রহণ করেনি।
আরবের রাজপরিবারের মেয়েরা বিয়ের প্রস্তাব দিল। তিনি সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন।
তিনি বলেছিলেন আমি বিনিময়ের জন্য এই কাজ করিনি। আমি ঈমানের তাগিদে করেছি।

এই বীর জেল থেকে মুক্তি পেলেন।
হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে দাড়িয়ে আছে। তিনি বের হয়ে সব ফুলের মালাকে উপেক্ষা করে সর্বপ্রথম মমতাময়ী মাকে জড়িয়ে ধরলেন।
সেই বীরকে হাজার সালাম।
তুমি পৃথিবীর সব সাংবাদিককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।

আর আমাদের বাংলাদেশে মুসলিম সাংবাদিকের সামনে এক হিন্দু নেতা বলে,মসজিদ
"মাদ্রাসা বন্ধ করে দিলে নাকি দেশের অরাজকতা বন্ধ হয়ে যাবে"
কোন মুসলমানের বাচ্চার বুক কাপেনি!
কোন নবীর উম্মতেরা প্রতবাদ করার সাহস করেনি!
কোন আল্লাহর বান্দা বাঘের মত গর্জে উঠে বলেনি মুখ বন্ধ কর নাস্তিকের বাচ্চা!

সেই বুকের পাঠা কারো নেই।

কারণ বেতন আর চাকরি বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশের সাংবাদিকদের "জায়দির" থেকে শিক্ষা নেওয়া দরকার। ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬

ধমনী বলেছেন: বুশকে জুতা মেরে জায়দি তো বের হতে পেরেছে। আমাদের দেশে জুতা মারলে স্থায়ী আবাস হবে জেলখানা কিংবা....

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

কমরেড ফারুক ২ বলেছেন: আমাদের দেশে জেলখানা গুলি হচ্ছে ওলি আওলিয়ার আবাস ভুমি।।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসলাম বান্ধব সরকার না থাকাতে এমনটা হচ্ছে। ইসলাম অবমাননার যত ঘটনা গত কয়েক বছরে ঘটেছে, তার ২/১ টা বি এন পি আমলে হলে সরকারের পতন হতো।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

আব্দুল্লাহ রিফাত বলেছেন: ধমনী : কথাটা ঠিকই বলছেন।কিন্তু তাই বলে ত অন্যায়কে সহ্য করা ঠিক নয় তাই না?

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

আব্দুল্লাহ রিফাত বলেছেন: কমরেড ফারুক ভাই: যে ভাবে আলেম ওলামাদের গ্রেফতার করা হচ্ছে আপনার কথা তো সত্যিই মনে হচ্ছে।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

আব্দুল্লাহ রিফাত বলেছেন: বিচার মানি তাল গাছ আমার: একদম সত্য কথাই বলেছেন।অবশ্য এ দিক দিয়ে সরকারের প্রশংসা করা উচিত।কারণ,অন্যায় করেও টিকে আছে।এটা কতজনই বা পারে।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সুরঞ্জিত সেন গুপ্তের ভাষণটার সত্যটা কতটুকু? প্রথম সারির কোন মিডিয়ায় তো অাসেনি? মাশরাফি নাকি বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে? এটাও তো কোন প্রতিষ্ঠিত মিডিয়ায় অাসেনি । অামরা কি গুজবে কান দিচ্ছি?

৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

আব্দুল্লাহ রিফাত বলেছেন: কোন সংবাদ মাধ্যমের এমন সাহস আছে যে মন্ত্রী(দপ্তর বিহীন) এর বিরূদ্ধে কথা বলবে!!!

৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

দরবেশমুসাফির বলেছেন: কোন আল্লাহর বান্দা বাঘের মত গর্জে উঠে বলেনি মুখ বন্ধ কর নাস্তিকের বাচ্চা!

মুখ বন্ধ কর নাস্তিকের বাচ্চা! এই কথাটা আল্লাহর কোন সত্যিকার বান্দার মুখ দিয়ে বের হবে না।

যিনি আল্লাহ ও রাসুলের অনুসরন করেন তিনি বলবেনঃ

আসসালামুয়ালাইকুম ( আপনার উপর শান্তি বরশিত হোক ) , আল্লাহ আপনাকে হেদায়াত করুক

কেননা মুহাম্মাদ সাঃ এবং তার সাহাবিরা এভাবেই এসকল কথার উত্তর দিতেন।

আবেগের চোটে রেগে ফায়ার না হয়ে আল্লাহ ও রাসুলের অনুসরন করুন।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

আব্দুল্লাহ রিফাত বলেছেন: দরবেশ:

আমরা ত আর নবী রাসূলদের মত ঈমানের অধিকারী না,তাই না!

আর কাফেরকে কাফের বলা যাবে না নাস্তিককে নাস্তিক বলা যাবে না এটা কেমন কথা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.