নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

মুক্তসোনা/মুত্রমনা (মুক্তমনা) দের থামান!!

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

মুক্তসোনা (মুক্তমনা) আর বাল স্বাধীনতার (বাক স্বাধীনতা) দুহাইয়ে আর নয় গৃহ বিবাদ সৃষ্টির উস্কানি / পায়তারা । রক্ত অনেক ঝরেছে ঝরছে...... ১৪০০ বছরের মানব সত্তার সাথে মিশে যাওয়া আত্নতৃপ্তময় প্রশান্ত বিশ্বাস, আর মনোমুগ্ধকর বর্ণাট্য ইতিহাস, এত্ত ঠুনকো নয় যে কারো ইন্ধনে, চাকচিক্যের চার দেয়ালে বসে, কুনোব্যাঙ আর ইদুর,বাদুরের মতো কটর কটর করে / চুলকিয়ে ভেঙ্গে ফেলা / মুছে ফেলা যাবে !!!!! বরং তা আরোও প্রজ্জলিত হচ্ছে । আগুনে পুরে সোনা আরও খাটি হয়.. প্রতিবন্ধকতা এলেই তা আর ও গতি নিয়ে সামনে ছুটে যায়... প্রচলিত ধারার কথিত বিঁষজ্ঞানী (বিজ্ঞান মনস্ক/বিজ্ঞানী) দের থামান । তানাহলে এই বিষজ্ঞানে পুরু জাতি বিষাক্ত হয়ে মরণ যন্ত্রনায় আরও ব্যাপক ভাবে কাতরাবে বলেই মনে হচ্ছে... অনেকেই বলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ! আসলে এই কথা কি সত্যি ??? তাহলেতো বলবো এই কথা বিশ্বাসী প্রচলিত রাজনীতিবীদরা মানুষ নয় বাদুঁরের মতো নিশাচর প্রানী, যে মুখে খায়, এই মূখেই .. ত্যাগ করে.. আসলে ধর্মীয় বিধী-বিধান থাকলে সমস্যাই । ধর্ম নিষেধ করে সুদ খাইয়োনা, ঘুষ খাইয়োনা, মুত আরে থুক্কু মদ খাইয়োনা, আকাম-কুকাম কইরোনা মাইনষেরে ঠকাইওনা । কিন্তু আমরা এগুলোর সবই করছি, কথা বলার যে শক্তিটা আছে/পাই তাও এইসব খাইয়া । আমরা পচে গেছি ক্ষয়ে গেছি, ধর্ম-কর্মের ধার-ধারে নাই ঠিক আছে । তাই বলে এতটা পচে/ক্ষয়ে যাইনি যে স্বার্থ সংশিষ্ট মত-পথের দুহাই অস্তিত্বে আঘাত করলে মূখ বুঝে সহ্য করবো.....। ইসলাম, মসজিদ , মাদ্রাসা মানে ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান গুলো জামাত শিবিরের না । চোর-বাটপার মাতাল-ছাতাল দারা, জামাত শিবির, আইএস, নাইএস এর জুজু দেখাইয়া, যেন কোন মহা প্রলয় সৃষ্টি করা না হয় ।।।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: ভাবনাগুলোকে সুবিন্যাসিত করুন। আপনি বিভ্রমে আছেন।

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

আব্দুল্লাহ রিফাত বলেছেন: গেম ভাই: আপিনি কি মুক্তমনাদের হয়ে সাফাই গাচ্ছেন?

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

গেম চেঞ্জার বলেছেন: সাফাই গাওয়া নয়। নিরপেক্ষভাবে চিন্তা করুন। সমস্যা হলো একদল মুক্তমনা শিরোনামে ধর্মে বিদ্বেষ পোষণ করে আর আরেকদল চিন্তার প্রতিরোধে চাপাতি হাতে নেয়। চিন্তার বিরুদ্ধে একমাত্র প্রতিপক্ষ চিন্তাই হতে পারে।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

আব্দুল্লাহ রিফাত বলেছেন: তবে সে মুক্তচিন্তা যদি কোন ধর্মকে আঘাত করে তাহলে ??

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

গেম চেঞ্জার বলেছেন: মুক্তচিন্তা কখনোই অন্য ধর্মকে আঘাত করে না। এরা সাধারণত মুক্তচিন্তার আড়ালে এগুলো করে।

অ.ট. আপনি মন্তব্যের উত্তর না দিয়ে নতুন কমেন্ট করছেন কেন? এই পোস্টে যান। আপনার জন্য উপকার হতে পারে।

সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য)

ধন্যবাদ।

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

shiponblog বলেছেন: রাস্তার মাঝখান দিয়ে হাটবেন আর দুর্ঘটনা হবে না তা তো হতে পারে না। আর কেউ মারা গেলে রাস্তার গাড়ির দোষ। বাহ মুতামনা।

৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৪

আব্দুল্লাহ রিফাত বলেছেন: শিপন ভাইয়ের কথাটা খুব ভাল লাগলো ।

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬

আব্দুল্লাহ রিফাত বলেছেন: গেম ভাই :নাস্তিকদের সম্পর্কে জানার এবং ওদের লেখা পরার কোন আগ্রহ আমার নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.