নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

দেখুন কেমন ছিল সারা দুনিয়ার মানবতার দূত নবী করিম (সা:) এর শিক্ষাদান পদ্ধতি

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

যুবক, যিনা, যৌনতাঃ একটি শিক্ষণীয় ঘটনা
---------------------------------------------------------------একদা এক মজলিসে এক যুবক এসে রাসূলুল্লাহ্‌ (ﷺ ) কে বলল, ‘ইয়া রাসূলুল্লাহ,আমাকে যিনা করার অনুমতি দিন।’(নাউযুবিল্লাহ)

কথা শুনে উপস্থিত সবাই চমকে উঠলেন এবং তাকে তিরস্কার করতে লাগলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (আদরের সহিত) আমার কাছে এসো, সে কাছে এল। বললেন, বসো, সে বসলো।

এরপর (তার ঊরুতে হাত রেখে) বললেন, ‘তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে?’

- সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে আপনার প্রতি উৎসর্গিত করুন।কোন মানুষই তার মায়ের জন্য এটা পছন্দ করবে না।’

নবীজী (সাঃ) বললেন, ‘তাহলে তোমার মেয়ের জন্য?’

- যুবকটি বলল, না, ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত।কোন মানুষই তার মেয়ের জন্য এটা পছন্দ করবে না।’

নবীজী (সা) জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার বোনের জন্য?’যুবক বলল, ‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত।কোন মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করবে না।’

নবীজী (সাঃ) জিজ্ঞাসা করলেন, ‘তাহলে তোমার ফুফুর জন্য?’

- যুবক বলল,‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত।কোন মানুষই তার ফুফুর জন্য এটা পছন্দ করবে না।’

নবীজী জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার খালার জন্য?’

- যুবক বলল, না কক্ষনো না। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন।কোন মানুষই তার খালার জন্য এটা পছন্দ করবে না।’

এরপর রাসূলুল্লাহ্( ﷺ ) তার শরীরে হাত রাখলেন এবং দুআ করলেন- ইয়া আল্লাহ তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুন। বর্ণনাকারী বলেন, নবী করিম ( সাঃ )-এর শিক্ষার ফলাফল এই হল যে, পরবর্তী জীবনে সে (রাস্তায় চললে) কোন দিকে চোখ তুলেও তাকাত না।- [মুসনাদে আহমদ ৫/২৫৬-২৫৭ ]

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: সুবহানাল্লাহ, মাস_আল্লাহ্‌

২| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

তাল পাখা বলেছেন: সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তোফিক দিন।

পোস্টের জন্য ধন্যবাদ। আল্লাহ আপনার সহায় হঊন।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একেই বলে রাহমাতুল্লিল আলামিন (সঃ)

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

ধমনী বলেছেন: এটাই বাস্তবধর্মী শিক্ষাপদ্ধতি।

৫| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কত সুন্দর শিক্ষা। ধন্যবাদ।






ভালো থাকবেন নিরন্তর।

৬| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর! ভালো কিছু শেখানোর উপায়টাও সরল শোভন হওয়া উচিত যেমনটা নবীজী (স) দেখিয়ে গেছেন।

৭| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

গোধুলী রঙ বলেছেন: এখন হৈলে গর্দান নামাই দিতো

৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১১

আব্দুল্লাহ রিফাত বলেছেন: গোধুলী : গলা নামিয়ে ফেলত বলে আপনি কাদের কথা বুঝাচ্ছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.