![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাশরাফি মুস্তাফিজের চুলগুলো এলোমেলো করে দেয়, কপালে চুমু খায়! রুবেলের সঙ্গে 'দোলা দে' টাইপ ড্যান্স করে! তাসকিনের সঙ্গে 'ম্যাশকিন' উদযাপনে প্রত্যেকবার জয়ী হওয়া মাশরাফি এবার পড়ে যাওয়ার অভিনয় করে। . এই মাশরাফি দেশের মাটিতে চার পেসার নিয়ে খেলার দুঃসাহস দেখায়, খেলোয়াড়দের ঝাড়ি মারে, চোখ রাঙ্গায়, আবার বুকেও তুলে নেয়। . এই মাশরাফিকে নিয়ে কোনো ছবি বানানো লাগবে না, কোনো আত্মজীবনী লেখা লাগবে না। হি ইজ এ লিজেন্ড, ট্রু লিজেন্ড, সত্যিকারের নেতা . প্রায়ই চোখটা ঝাপসা হয়ে ওঠে, বুকটা চিনচিন করে ওঠে। একদিন তো মাশরাফি আর খেলবে না, কল্পনা করতে পারি না সেই দৃশ্য গায়ে কাঁটা দিয়ে ওঠে . একদিন মাশরাফির গায়ে হয়তো লাল-সবুজ জার্সি থাকবে না, কিন্তু মাশরাফি থাকবে- কোচ হিসেবে থাকবে, না হয় বোর্ডে থাকবে কিংবা গ্যালারিতে! . ইতিহাস মনে রাখবে এদেশের সবচেয়ে আক্রমণাত্মক অধিনায়ককে- একজন যোদ্ধাকে, যে কিনা ক্রিকেট মাঠে নিজের দেশের জন্য জীবন দিতে পারতো! মাশরাফি- দ্য লিডার।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
আব্দুল্লাহ রিফাত বলেছেন: হানিফ ভাই: এক দম ঠিক কথা বলেছেন।
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
ধমনী বলেছেন: আমাদের লিডার...
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
হানিফ রাশেদীন বলেছেন: মাশরফি খেলোয়ার, নেতা ও মানুষ... অসাধারণ এক সমন্বয়।