![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উসমানীয় (অটোম্যান) খেলাফতের সময়কার ঘড়ি।ঘড়িতে সময়ের কাটায় যা লিখা আছে --
১. তাওহীদ (আল্লাহর একত্ববাদ)
২. ইলম (জ্ঞান)
৩. ইরফান (স্বীকৃতিদান)
৪. আকল (বুদ্ধিমত্তা)
৫. হিকমত (প্রজ্ঞা)
৬. ইনসান (মানুষ)
৭. আমল (নেক/ভাল কাজ)
৮.আদল (ন্যায়বিচার)
৯. আখলাক (চরিত্র
১০. ইমরান (সমৃদ্ধি)
১১.ইসলাম
১২. হক (ন্যায়)
২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য।ইনশা'আল্লাহ পরের পোস্টগুলোতে মেনে চলার চেস্টা করব।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
আমি মিহু বলেছেন: শিক্ষনীয়
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮
আব্দুল্লাহ রিফাত বলেছেন: জি ভাই।
শিক্ষনীয় অনেক কিছুই আমাদের আশেপাশেই থাকে।এখন শিক্ষা নেয়া হচ্ছে যার যার বাক্তিগত ব্যপার।
৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার পোষ্ট। ব্যাখ্যা দরকার ছিল সাথে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
গেম চেঞ্জার বলেছেন: ভাল পোস্ট। আরো ডিটেইস দিতে পারতেন।