![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐশী মেয়েটি কি জন্মগতভাবে অপরাধী ছিল?কখনই না।প্রত্যেক শিশুই পবিত্রভাবে জন্মগ্রহণ করে তারপর জীবনের নানান পরিক্রমায় কেও কেও ভুল পথে পা বাড়িয়ে নিজের জীবনটা ত শেষ করেই পাশাপাশি পরিবার এবং আস্তে আস্তে গোটা সমাজব্যবস্থাকেই হুমকির দ্বারপ্রান্তে নিয়ে যায়।যার জলন্ত উদাহরণ আজকের এই ঐশী।
ঐশীর আজেকের ঐশী হওয়ার পেছনে শুধু ওকে দোষ দিলে ভুল হবে।কারণ,ওর পরিবারের অবহেলা এবং আমাদের বাজে সমাজব্যবস্থা ঐশীকে খারাপ করে তুলেছে।তো ঐশী একা শাস্তি কেন পাবে?
আমি ঐশীর পক্ষ নিচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমাদের অবস্থা আজ এমন হয়েছে যে, অন্যায় প্রতিরোধের থেকে অন্যায় প্রতিকারে বেশি জোর দেওয়া হচ্ছে।আমার কথা হল আজ এক ঐশীকে ফাসী দেওয়া হল কিন্তু কাল যে হাজার হাজার ঐশী জন্মাবে বাংলার ঘরে ঘরে তখন কত জনকে ফাসী দিবেন?
শুধু বাজে পণ্য ধ্বংস না করে যদি সেই পণ্য তৈরীর কারখানা ধ্বংস করা হয় তাহলে কি বেশি উপকার হবে না???
ঐশীরা হচ্ছে সেই বাজে পণ্য আর সেই পণ্য তৈরীর কারখানা এবং কারিগর হচ্ছে বদীরা!
এক জন দুই জন ঐশীকে শাস্তি দিয়ে লাভ নাই কারণ ঐশী তৈরীর কারিগর বদীরা আজ রাজনৈতিক ছত্রছায়ায় থাকছে সকলের ধরা ছোয়ার বাহিরে।টেকনাফ থেকে যে ইয়াবাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে সেগুলো কি শুধু ২/১ জন ঐশী গ্রহণ করেছে?কখনই না। এক ঐশী আমাদের চোখে পড়েছে কিন্তু এই রকম হাজারো ঐশীরা সারা বাংলায় ছড়িয়ে আছে,যারা আমাদের সবার চোখে পড়ছে না।তাই আগে বদীদের ফাসী দিতে হবে যাতে এই রকম ঐশী আর তৈরী না হতে পারে।
আর রাজনৈতিক দল গুলোকে দেশকে আগে প্রাধান্য দিতে হবে।দেশ এবং সমাজব্যবস্থা ধ্বংস করছে এমন কেও যদি নিজের দলেও থাকে তবুও দেশের কথা চিন্তা করে তাদের শাস্তির ব্যবস্থা করুন।আর মনে রাখবেন,দেশের যুব সমাজের মধ্যে কিন্তু আপনাদের আদরের সন্তানেরাও আছে।আপনারা যদি ওই সব বদীদের শাস্তি না দেন দেখবেন একদিন আপনার আদরের সন্তানদের অবস্থা ঐশীদের মতই হয়েছে।তাই শুধু নিজের সন্তানদের কথা চিন্তা করে হলেও বদীদের শাস্তির ব্যবস্থা করুন,যুব সমাজটাকে বাচান।কারণ, যুবসমাজ ধ্বংস হওয়া মানে গোটা দেশ ধ্বংস হওয়া।
২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ছোট ভাইটার দুনিয়ায় আপন বলে আর কেও থাকল না।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
সজিব হাওলাদার বলেছেন: আমরা তো গাছের গোড়ায় পানি না ঢেলে গাছের আগায় পানি ঢালি।
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
চলন বিল বলেছেন: ঐশী মেয়ে বলে আপনার দরদ একেবারে উথলে পরছে।
ঐশীর জায়গায় কালাকুলা নোংরা চেহারার ছেলে ধরা হলে কি এইসব কথা তুলতেন?
৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
আমি ০০০ বলেছেন: ।টেকনাফ থেকে যে ইয়াবাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে সেগুলো কি শুধু ২/১ জন ঐশী গ্রহণ করেছে?কখনই না। এক ঐশী আমাদের চোখে পড়েছে কিন্তু এই রকম হাজারো ঐশীরা সারা বাংলায় ছড়িয়ে আছে,যারা আমাদের সবার চোখে পড়ছে না।তাই আগে বদীদের ফাসী দিতে হবে যাতে এই রকম ঐশী আর তৈরী না হতে পারে
ঐশীর বাবার দায়িত্ব কি ছিল একজন পুলিশ অফিসার হিসেবে তা আমরা সকলেই জানি।আজ তার ঘরেই এই অবস্হা,অতএব....
৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
আব্দুল্লাহ রিফাত বলেছেন: সজিব ভাই, একদম ঠিক কথা বলেছেন।
৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
রাজা মশাই বলেছেন: ঐশীর ফাঁসির আদেশ স্থগিত করা হোক। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হোক। সরকারের কাছে এটাই জোর দাবী।
৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
আব্দুল্লাহ রিফাত বলেছেন: চলন বিল সাহেব: আপনি হয়ত পুরো পোস্ট পড়েন নাই তাই এই রকম অদ্ভুত মন্তব্য করছেন।
৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
কামরুল হাসান সাজ্জাদ বলেছেন: ঐশী ছেলে বা মেয়ে যাই হো তা বিবেচ্য নয়। সমস্যার শিকড়টা দেখানোর চেষ্টা করেছেন লেখক। চলন বিল আপনাকে বলছি।
১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
আব্দুল্লাহ রিফাত বলেছেন: আমি ০০ ভাই: আমরা যদি আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব করার চেস্টা করি তাহলে হয়ত আজকের অবস্থাটা কালকে আর থাকবে না।
ঐশীর বাবা তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই তাই তাকে এই চরম পরিণাম ভোগ করতে হল।
১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২
আব্দুল্লাহ রিফাত বলেছেন: কামরুল ভাই,আপনি আমার লেখার মূল বিষয়টা বুঝতে পেরেছেন,ধন্যবাদ।
১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬
গেম চেঞ্জার বলেছেন: @ লেখকঃ আপনি সবুজ তীর চিহ্ণিত লিংকে ক্লিক করে রিপ্লাই করুন। তাতে মন্তব্যকারীর নিকট রিপ্লাই আসবে।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ধন্যবাদ ভাই।
১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৮
প্রবাসী একজন বলেছেন: বদী, নুর হোসেন, রানা প্লাজার রানা উনাদের কিচ্ছু হবে না।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১১
আব্দুল্লাহ রিফাত বলেছেন: কি আর হবে ভাই!সরকার দলীয় নেতাদের ৭ খুন মাফ।এটাই বাংলাদেশের এখনকার বাস্তবতা।
১৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
আব্দুল্লাহ রিফাত বলেছেন:
যখন অবদি এই সকল লোকেরা ভাল না হবেন তখন অবদি ঐশীরা তৈরী হতেই থাকবে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯
ধমনী বলেছেন: ভাবতে পারেন... বাবা মা খুন, একমাত্র মেয়ের মৃত্যুদণ্ড; পুরো পরিবারটা শেষ!!!