![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায়েও ফাঁসি বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। কিন্তু কোথায় কি করছেন নিজামীর সন্তানেরা?
চার ছেলে এবং দুই মেয়ে সহ মোট ছয় সন্তানের জনক নিজামী। ছোট ছেলে নাদিম তালহা এখনো ছাত্র হলেও বাকি পাঁচ সন্তানই প্রতিষ্ঠিত।
নিজামীর সন্তানদের পরিচয় তুলে ধরা হলো:
সন্তানদের মধ্যে সবার বড় মেয়ে মোহসিনা ফাতেমা। তিনি পড়াশোনা শেষ করে বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আর মোহসিনা ফাতেমার স্বামী সাইফুল্লাহ মানসুর বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভির সংবাদ পাঠক ছিলেন। তবে মহাজোট সরকার ক্ষমাতায় আসার পর তিনি আর সুবিধা করতে পারেননি। বর্তমানে ঢাকার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন তিনি।
বড় ছেলে ড. নাকিবুর রহমান পড়ালেখা করেছেন মালয়েশিয়ার আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নর্থ করোলিনা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। পরিবার-পরিজন নিয়ে বেশ ভালোই আছেন তিনি। তবে দূরে থাকলেও দেশ বা দেশের রাজনীতি নিয়ে ভার্চুয়াল জগতে সর্বদাই ব্যস্ত তিনি ।
দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। রাবেয়া ভূঁইয়া একাডেমীতে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে লন্ডন গিয়ে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া নিজামীর এই ছেলে তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকেও কামিল পাশ করেছেন। ছেলেদের মধ্যে কেবল নাজিব মোমেনই দেশে অবস্থান করছেন। তিনি বর্তমানে হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
ডা. নাইমুর রহমান খালেদ। তিনি নিজামীর তৃতীয় ছেলে। পড়াশোনা করেছেন পাকিস্থানের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে অস্টেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মরত। চিকিৎসা সেবায় তিনি বেশ মনযোগী হওয়ায় দেশ বা দেশের রাজনীতি নিয়ে কোন মাথা ব্যথা নেই তার।
ছোট ছেলে নাদিম তালহা মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ালেখা করছেন। নিজামীর এই ছেলেই কেবল ছাত্রজীবনে রয়েছেন। তবে এখনো ছাত্র হলেও ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে রয়েছে তার ব্যাপক বিরোধিতা। প্রায়ই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ট্রাইব্যুনালবিরোধী বিভিন্ন প্রচারণা চালিয়ে ব্যস্ত সময় কাটান তিনি।
ছোট মেয়ে খাদিজা পড়াশোনা শেষ করে বর্তমানে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করেন। ছোট মেয়ের স্বামী ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি এক সময় শিবিরের সেক্রেটারি ছিলেন। নজরুল ইসলাম বর্তমানে লন্ডনে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
নিজামীর স্ত্রী সামসুন্নাহার নিজামীও পিছিয়ে নেই। তিনি গুলশানে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জামায়াতের নারী শাখার নেত্রীও তিনি।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ঘৃণার কারণ?
২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
জামাতের সব আমীরের ফাঁসী কিংবা জেল হয়েছে, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ভবিষ্যৎবাণী আপনি কিভাবে করলেন?
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
যোগী বলেছেন:
একজন ঘৃন্য রাজাকারের ছানাপুনার কাহিনী সুনাইলি কি মনে করে?
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
আব্দুল্লাহ রিফাত বলেছেন: তুই তুকারি করার মানেটা কি??
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
াহো বলেছেন:
http://www.docstrangelove.com/bangladesh-genocide-archives/
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
বিপরীত বাক বলেছেন: হাজারো নেতা কর্মী মানুষ কে উত্তেজিত করে প্রলোভন দেখিয়ে রাস্তায় নামিয়ে, প্রতারিত করে, ঠকিয়ে, বঞ্চিত করে সারাজীবন কাটাইলো।
আর ওদিকে নিজের ছানাপোনা গুলাক দুধ-মাখন খাইয়ে, কাফির-মুশরিক দের দেশে নিরাপদ আস্তানায় রেখেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
আব্দুল্লাহ রিফাত বলেছেন: দেশ কি নিরাপদ?
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
অেসন বলেছেন: ফাঁসির আদেশ তো শুধু নিজামি রাজাকারের দেয়া হইছে। রাজাকারের বাচ্চাদের দেয়া হই নাই। তাহলে রাজাকারের বাচ্চাদের পরিচিতি দিয়ে কি কাজ ?
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
আব্দুল্লাহ রিফাত বলেছেন: কোন কাজ নাই।
তবে যখন যিনি আলোচিত হন তার সকল বিষয়েই প্রকাশ পায়।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার জন্য ঘৃনা কারন - আপনি মানব জাতির কলংক। আপনি নিজ মাতৃভুমি, নিজের দেশের মানুষের উপর অত্যাচারকারীকে সমর্থন করছেন। এই দেশের প্রতিটি বীর্যবান মানুষ জানেন, মহান মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী নেতাদের আমলনামা, তাদের কীর্তিকালাপ। আপনার মত কিছু প্রতিবন্ধী আছেন, যারা কোন কিছুতেই এই সব বিশ্বাস করে না।
ইসলাম সহ যে কোন ধর্ম মানবতার কথা বলে, শিক্ষা দেয়। আপনার নিজের ধর্মটাও আপনি ভালো করে জানেন না। জানলে এই ঘৃনিতকাজকে আপনি ধর্মের নামে সমর্থন করতে পারতেন না।
আপনাকে কেন ঘৃনা করছি, এটা বুঝার মত মানসিক সামর্থ্য আপনার নেই। থাকলে আপনি বুঝতেন কেন আপনাকে ঘৃনা করছি।
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
আব্দুল্লাহ রিফাত বলেছেন: আমি কি উনার পক্ষে বা বিপক্ষে কিছু বলছি??
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
আমি মিন্টু বলেছেন: এই দেশে সব রাজাকার আপনে আমি সবাই ।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
গেম চেঞ্জার বলেছেন: কা_ভা'র সাথে সহমত ....
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মাথায় আবর্জনা আছে বলে দুনিয়ার সকলের মাথায় তাই থাকবে এমনটা ভাবার তো কোন কারন নেই।
আপনি কোন কারনে এই পোস্ট দিয়েছেন, সেটা বুঝতে সামান্য এক চিমটি মগজ থাকলেই চলবে।
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
আব্দুল্লাহ রিফাত বলেছেন: কোন কারণে দিছি?
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
***মহারাজ*** বলেছেন: এরা ডিজিটাল রাজাকার ছিল ভাই । হায়রে মানুষ সব দিন সব মানুষের জন্য সমান ।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
যোগী বলেছেন:
কোন ছাগুকে কী মানুষ আপনি করে বলে?
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ছাগু!?
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @যোগীঃ না, তারা মুলত সম্বোধনের বাইরে। তথাপি, দুই পায়ের একটি মনুষ্য পোষাক পড়ে আছে, তাই সেই সম্বোধনের এই বাহুল্য করা। তাছাড়া অনেক সময় অনেক কিছু মন চাইলেও করা যায় না।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ভদ্রতা বজায় রেখে সবাইকে কথা বলার জন্য অনুরোধ করছি!
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
সাদী ফেরদৌস বলেছেন: জনাব রিফাত , তুমি কাদের পক্ষে সেটা তোমার আর্কাইভস দেখেই বুঝা যায় ।
এখন দূর থেকে বসে ম্যাও ম্যাও করো । তোমার সব আব্বুর চান্দের টিকিট কনফ্রাম ।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮
যোগী বলেছেন: এখানে অভদ্র আচরন তোর সাথে কে করলো?
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
প্রামানিক বলেছেন: জানা হলো নিজামির পরিবার সম্পর্কে।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
আব্দুল্লাহ রিফাত বলেছেন: কস্ট করে পড়ার জন্যে ধন্যবাদ।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: যোগী বলেছেন:
একজন ঘৃন্য রাজাকারের ছানাপুনার কাহিনী সুনাইলি কি মনে করে? এই ভাবে বলা উচিত না ।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
আব্দুল্লাহ রিফাত বলেছেন: সহমত।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
পথিকের পাঁচালী বলেছেন: ওহে ভ্রাত , কি অভিলাষে আপনি জনাব নিজামী সাহেবের আওলাদদের জীবন বৃত্তান্ত বয়ান করিলেন।
এইভাবে জিজ্ঞাসা করতে হয় । এইবার খুশী তো?
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
আব্দুল্লাহ রিফাত বলেছেন: যখন কোন ব্যক্তি আলোচিত বা সমালোচিত হন।তখন তার সকল বিষয় একে একে প্রকাশ পেতে শুরু করে।আমি এই প্রকাশের পথকে সুযোম করার একটি প্রয়াস চালিয়েছি মাত্র।
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৪
কবি এবং হিমু বলেছেন: লেখাটা পড়ে অনেক কিছু জানতে পারলাম।নিজে রাজাকার হলেও সন্তানগুলোকে সে রকম বানায়নি।রাজাকার বিচারে তার ফাঁসি হচ্ছে।কিন্তু তার সন্তান গুলোকে নিয়ে গর্ব করা যায়।তারা যে দেশে যে পেশায় আছে তারা কিন্তু মূলত বাংলাদেশকেই সে দেশে বহন করতেছে।একটা লেখা মনে হয় পড়েছিলাম,''জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল।''কাল আমেরিকায় প্রেস মিটিং দেখলাম নিজামীর ছেলের।চমৎকার একটা ভাষন দিয়েছে।রাজাকার প্রশ্নে আমার কোন প্রকার আপোষ বা দরদ নেই।কিন্তু সরকার চাইলে বিচার পক্রিয়াটা আরও স্বচ্ছ করতে পারতো।
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
আব্দুল্লাহ রিফাত বলেছেন: সন্তানদের নিয়ে যা বলেছেন সেই বিষয়ে আপনার সাথে সহমত।
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৮
নীল জানালা বলেছেন: বাংগালি হুজুগে জাতি। সমসাময়িক হুজুগের সাথে হুক্কাহুয়া করেন। আর যাই হোক, গালি খাওয়া থেইকা বাঁইচা যাইবেন।
জয় চেতনা। জয় বাংলা।
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
কল্লোল পথিক বলেছেন: নিজামী রাজাকার কিন্তু তার পরিবারতো রাজাকার না তাই তাদের নিয়ে সমলোচনা কেন!
ইন্জিনিয়ার খন্দকার মোশারফ তো কুখ্যাত নুরু রাজাকারের পুত্র আবার শেখ হাসিনার বেয়াই!
ভাইরে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা।
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
আব্দুল্লাহ রিফাত বলেছেন: বিচার ১০০% স্বচ্ছ নয়।তাই নিজামী সাহেব রাজাকার কি না সেটা আমি বলব না।
বাকি কথায় আপনার সাথে সহমত।
২৩| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:৩৬
এম সিয়াম বলেছেন: এবার বেয়াইয়ের ফাশি দিয়ে যুদ্ধাপরাধীর বিচারের নিরপেক্ষতার প্রমান দিন - ডঃ তুহিন মালিক
২৪| ১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৩৭
মোস্তফা ভাই বলেছেন: জেনে রাখা ভালো। বাবার মতো মহান পাকি সেবক এরা কেউই হতে পারলো না, আফসোস।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
নিজামীর সবচেয়ে বড় পরিচয় সে একজন ঘৃনিত রাজাকার।
যে সকল মানুষ মুক্তিযুদ্ধের সময় নিজামীদের ঐ সকল জুলুম সহ্য করে, তারা মানবজাতির কলংক, তারা যে ধর্মেরই অনুসারী হোক না কেন, তারা সেই ধর্মের অভিশাপ।
আপনার জন্য একরাশ ঘৃনা।