নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সম্পদ

আবদুল মমিন

সততাই সম্পদ

আবদুল মমিন › বিস্তারিত পোস্টঃ

কোটা বেবস্থা এটা কি সম্মান , নাকি ধ্বংসের সিগন্যাল ?

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

মুক্তি যোদ্ধারা দেশের সূর্য সন্তান ,এতে কাহারও সন্দেহ নেই , রাস্ত্রীয় ভাবে উনাদের সুধু ভাতা নয় যাবতীয় খরচ বহন করা দরকার ছিল । কাদের মোল্লার ফাঁসী চেয়ে যখন দেখি রাজাকারের ছেলে ফালায় তখন ই একটা প্রস্ন জাগল যে আসলে এই আন্দোলনের মুল উদ্দেশ্য কি ? উদ্দেশ যাহাই হোক আপাতত যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে বেবশা করে তারা সফল ।

মুক্তিযোদ্ধা ইস্যুটি এখন আর দেশ প্রেম বা মুক্তিযোদ্ধা দের ভালো বেশে নয় বরং এখন এটা মুরগি কবির দের মত ভিনদেশে থেকে যারা যুদ্ধ করেছে তাদের জীবীকার একটা উপায় হিসাবে পরিগণিত হয়েছে , তাই এই বিষয়টা কে যদি আর ও কয়েক বছর বাছিয়ে রাখা যায় মন্দ কি সহজে ডাল ভাতের বেবস্থা তো হবে । যে মুক্তি যোদ্ধারা পানিতে ভেশে ভেসে ও শত্রুর সাথে লড়াই করে সফলতা আনতে পেরেছেন আজ তাদের ছেলে মেয়েদের কে কোটার ভিতর আবদ্ধ করে তাদের মেধা আর দক্ষতা অর্জনে পিছিয়ে পড়তে বাধ্য করা হচ্ছে । ঘুমিয়ে ঘুমিয়ে যদি কোটার ভিতর থেকে চাকরি পাওয়া যায় তা হলে কি দরকার শিক্ষা গ্রহন করে উন্নত মেধাবী হওয়ার ?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: """কোটা বেবস্থা এটা কি সম্মান , নাকি ধ্বংসের সিগ্নাল ?"""

শিরোনাম ঠিক করুন!!!!

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০

আবদুল মমিন বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

খালিদ১২২ বলেছেন: Yes , muktijuddhara ekhetre lojjahin, good post

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

আবদুল মমিন বলেছেন: আমি মুক্তিযোদ্ধাদের কাউকে লজ্জাহীন মনে করিনা , তবে উনাদের নিয়া ধান্দা বাজী যারা করে তাদের কে গরু বাজারের দালাল এর চাইতে ভালো কিছু মনে করিনা ।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


আমার জানামতে, মাত্র ১ জন মুক্তিযো্দ্ধার ছেলে বিসিএস পাশ করে কাজ করছে; সে কয়েক হাজার ব্যুরোক্রেটদের মাঝে খুবই কর্মঠ।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

আবদুল মমিন বলেছেন: সেই বিসি এস মনে হয় কোটার খবর পায় নাই । অথবা সে ধান্দা বাজদের ধান্দা ধরতে পেরেছে ।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: আজ লজ্জা আছে, সম্মানবোধ আছে সে কোটা নিবে না।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪

আবদুল মমিন বলেছেন: হতে পারে সে মেধার লড়াইয়ে প্রস্তুত

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


আমার উপরের মন্তব্যে একটু সিমানটিক ভুল আছে: ( "আমার জানামতে, মাত্র ১ জন মুক্তিযো্দ্ধার ছেলে বিসিএস পাশ করে কাজ করছে;";)

আসলে হবে, "আমার জানাশোনাদের মাঝে, মাত্র ১ জন মুক্তিযো্দ্ধার ছেলে বিসিএস পাশ করে কাজ করছে;"

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

আবদুল মমিন বলেছেন: গড়ে হিসাব হয়তো এমন ই হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.