নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন ঐ আকাশ ছুবো!!!!দেখে নিয়ো ……………

আব্দুর রব প্রান্ত

আমি পথিক। ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে চলা এক পথিক। কারো ভালোবাসার জন্য অন্তত পথে অপেক্ষমান এক পথিক। আমি নিজেকে খুজেঁ পাওয়ার প্রত্যয়ে চলা এক পথিক

আব্দুর রব প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

হায়রে পাবলিক পরীক্ষা,হায়রে প্রশ্নপত্র

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

শিক্ষামন্ত্রী বলেছেন "প্রশ্নপত্র ফাস
রোধে আগামীতে প্রয়োজনে পরীক্ষার সময় ফেইসবুক
বন্ধকরে দেয়াহবে"!!!
হাহাহা!!
আসলে যতো দোষ ঐ নন্দঘোষ। তাইনা??
এখানে ফেসবুক হচ্ছে নন্দঘোষ।
আচ্ছা যারা ফেসবুকে প্রশ্নপত্র ফাস
করতেছে তারা প্রশ্ন কোথায় পাচ্ছে??শিক্ষাম
ন্ত্রীর কাছে আমার প্রশ্ন
আসলে গন্ডগোলটা গোড়াতেই। শুধু
আগাছা কেটে গোড়া রেখে দিলে যে লাউ সেই কদুই
থাকবে মশাই।
পাশের বাসার মেয়েটা psc দিচ্ছে।বিজ্ঞান
পরীক্ষার আগেরদিন রাতে গ্রাম থেকে ওর এক
আত্মীয় নাকি ওকে ফোন
করে কি কি আসবে তা বলে দিয়েছে! !আজকেও ফোনদিয়ে অংকে কি আসবে বলেছে।
সম্ভবত ওর কাকা হবে। উনি নাকি আবার
প্রাইমারি স্কুলের শিক্ষক! !
তাইলে ঘটনা কি দাড়ালো? ?
মানে সর্ষের মধ্যেই ভূত!!!তাইলে আর ভূত
তাড়িয়ে লাভটা কি??
বলি এইভাবে আর কতোদিন??
জনাব নাহিদ স্যার শাক দিয়ে কি আর মাছ
ঢাকা যায়??
প্রশ্নপত্র ফাসের সাথে যদি বলি ঐ রুট লেভেলের
লোকরাই জড়িত ভুল হবেনা।
অলরেডি আমাদের শিক্ষাব্যবস্থা ধ্বংস
আমিও একদা এর ফল ভোগ করবো
স্যার
দয়াকরে আগাছা না কেটে মূলটাকে উপ্রে ফেলুন
তাহলে অন্তত আমরা বাচবো
আ.ন.ম এহসানুল কবির নিজেকে গর্বের
সাথে আমি নকল মুক্ত এহসানুল করিম আখ্যায়িত
করেছিলেন। উনি যথার্থই নিজের মূল্যায়ন করেছিলেন
সফলও ছিলেন শতভাগ
এখন আপনার পালা। সফল
না হতে পারলে ইতিহাসের পাতায় আপনার
নামটি হয়তো উঠবে #প্রশ্ন_মামা_নাহিদ হিসেবে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০১

নতুন বলেছেন: প্রশ্নপত্র বানানোর সাথে জড়িত দের জিঙ্গাসাবার করলেই তো হয়>..

আর যার কাছে প্রশ্নপত্র পাওয়া যাবে তাকে ধরে... ২দিনেই কে আসলে বের করেছে তার খোজ পাওয়া যাবে...

চোখ বন্ধ করলেই কি সমস্যা চলে যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.