নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন ঐ আকাশ ছুবো!!!!দেখে নিয়ো ……………

আব্দুর রব প্রান্ত

আমি পথিক। ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে চলা এক পথিক। কারো ভালোবাসার জন্য অন্তত পথে অপেক্ষমান এক পথিক। আমি নিজেকে খুজেঁ পাওয়ার প্রত্যয়ে চলা এক পথিক

আব্দুর রব প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

ছোট ভাইয়ের ডায়েরী থেকে - ১

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫২

ছেলেটাকে প্রায়শই আমাদের
এলাকায় দেখতাম। শান্ত এবং চাপা
স্বভাবেরই বলে মনে হতো। আসলে একটু
অন্যরকম ছেলে সে। বেশি কথা বলা
কিংবা হৈচৈ করা কোনো কিছুর
মধ্যে তাকে দেখা যেতোনা।
তবে ছেলেটার প্রতিভার কমতি
ছিলোনা.কি ছিলোনা তার মাঝে??

পড়ালেখা,খেলাধূলা কিংবা গান
আবার গ্রাম্য কাজ সব কিছুতেই পটু
ছিলো সে।
আসলে জন্ম হয়েছিলো
বাংলাদেশেরই বিখ্যাত এক মফস্বল
শহরে। যে শহরে জন্ম নিয়েছিলেন
দেশের বিখ্যাত মনীষী জিয়া.
জিয়ার শহরে জন্ম বলেই কিনা জিয়ার
জন্য তার এতোটা টান! !

যাইহোক সে বিষয়টা এক সাইডেই থাক।
যেটা বলছিলাম,ছেলেটার প্রতিভার
কমতি ছিলোনা। উনিশ বছরের জীবনের
দশ বছরই কেটেছে জেলায় জেলায়
ঘুরে। শেষমেষ ঠাঁই গেড়েছে
যান্ত্রিক এই ঢাকায়।
ছেলেটার স্কুল জীবনটাকে খুব কাছ
থেকে দেখেছি,স্কুলের
ক্যাপ্টেন,ক্লাসের ত্রিশ জনের
ফ্রেন্ডসার্কেলের মধ্যমণি কিংবা
স্যার ম্যাডামদের সান্নিধ্য লাভ সবই
পেয়েছিল সে। কিসের কমতি ছিলো
তার?

ভালো ই চলছিলো জীবন কিন্তু হঠাৎই
একটা ঝড়ে জীবনের তরীটা কেমন
যেনো উল্টেপাল্টে গেলো।
এখন আর আগের মতো ছেলেটাকে
দেখা যায়না। শামুক যেভাবে
খোলোকের ভেতরে ঢুকে যায়
ছেলেটাও এখন নিজেকে নিজের
প্রতিভাগুলোকে গুটিয়ে নিয়ে
লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছে।
কিন্তু তাকে দেখলে বোঝার উপায়
নেই
আসলেই জীবনটা খুবই অসহায় লাগছে
তাকে দেখে। জীবনের এক চরম মুহূর্তে
দাড়িয়ে সে।

হেরে গেলে কিংবা পা পিছলে
গেলেই সব শেষ হয়ে যাবে তার :-( :-(

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৯

সাইলেন্ট পেইন বলেছেন: লেখাটা ভাল। কিন্তু পুরোপুরি বুঝা গেল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.