![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
অনেকদিন তো হল৷ আসত্মিক-নাসত্মিক, ছাগু-কালো বিড়াল-সাদা বিড়াল, পাকি-ভারত, আমলীক-জামাত, বিএনপি-হরতাল, ভাল লাগছে না৷ আমি একজন সাধারন ব্লগার লেখার চেয়ে পড়াকেই মূল্যটা বেশী দেই৷ তাই এক তরকারিতে আর ভাত ভাল লাগছে না৷ চাই মুখরোচক পোষ্ট৷ আমার তো মনে হয় এই শাহবাগ নিয়ে একটা থিসিস রিপোর্ট করতে হবে৷ ওহ ভালো কথা থিসিস রিপোর্ট নিয়ে আমি একটি সাইট করেছি কিছু মনে না করলে ঘুরে আসতে পারেন এই খান থেকে৷ যেটা বলছিলাম- দেশকে যদি সবাই সত্তিকার অর্থেই ভালোবেসে থাকেন তাহলে এত ক্যাচা-কেচি না করে সবাই বিবেক কে জিজ্ঞেস করুন যে আপনি যা করছেন বা করার চেষ্টা করছেন তা কতটা যুক্তিযুক্ত৷ আর সবাই একজন আরেকজনের দোষ না ধরে নিজের দোষগুলো ধরার চেষ্টা করি৷ ঐযে কথায় আছে না "হাম ভালো তো জগত ভালো"৷
বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে কেউ বলতে পারবে না যে আমার কোন দোষ নাই৷ একটু শুদ্ধভাবে খেয়াল করুন আপনার ভুল কোনটা৷ আমি মনে করি আপনি আপনার ভুলটা ধরে ফেললেই সমস্যা গুলোর সমাধান হওয়া উচিত৷ সবাই নিজ নিজ স্বার্থ বোঝে তো তাই এই অবস্থা৷ আর ২০১৩ইং সালের জনগণ আর ১৯৭১ সালের জনগন এক নয় এটাও সবাইকে বুঝতে হবে৷ আমি হিমু টাইপের মানুষ রাজনীতি টাযনীতি বুঝি না তবে এইটুকু বুঝি কেউ সাধু বাবা নন৷ কেউ নিজে ক্রাইম করে, কেউ অন্যের মাধ্যমে করে, কেউ উত্সাহ পেয়ে করে, কেউ উত্সাহ দিয়ে করে৷ কেউ রাতের আধাঁরে খুন করে ক্রাইম করে, কেউ মিছিলের উপর গুলি করে করায়৷ আশাকরি আমরা বাঙালীরা সবাই মানুষ৷ মানুষ হওয়াতে আমাদের মাঝে বিবেক বলতে একটা কথা আছে সেটা আমরা প্রত্যাখ্যান করতে পারি না৷ আমাদের সবের্াচ্চ অস্ত্র হওয়া দরকার বিবেক৷ তবেই শানত্মির পতাকাটা বাংলায় ওড়া সম্ভব নচেত্ গুপ্ত হত্যা, খুন, গুম, দূর্নীতি, ভাঙচুর চলবেই৷ আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের অস্ত্র বিবেককে ব্যবহার করে এখন থেকেই সত্ ও শানত্মির পথে চলার চেষ্টা করি৷ ধন্যবাদ৷
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: সাইট বানাইলে রাজাকার/পাগল হয় এইটা প্রথম শুনলাম৷
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
ডুবুরি বলেছেন: "ওহ ভালো কথা থিসিস রিপোর্ট নিয়ে আমি একটি সাইট করেছি কিছু মনে না করলে ঘুরে আসতে পারেন এই খান থেকে৷"
দূর হ পাগল, তুই রাজাকার...