![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
আওয়ামী লীগ কে ধন্যবাদ, পুতুলের শ্বশুর রাজাকার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের বিচার কবে….?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮ |
শেয়ারঃ
অনেক টালবাহানা শেষে আওয়ামী লীগ সরকার রাজাকার দেওলয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করাতে সমর্থ হয়েছে । এজন্য তাদের কে ধন্যবাদ ও শুভেচ্ছা । সেই সঙ্গে দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি আহবান জানাই।পাশাপাশি অনুরোধ জানাই সায়মা পতুলের শ্বশুর রাজাকার প্রকৌশলী মোশারফ হোসেনের বিচার করার জন্য। অবশ্য আমরা জানি আওয়ামী লীগ সরকার পুতুলের শ্বশুরের বিচার জন্য কোন উদ্যেগ গ্রহণ করবে না । তাতে কোন দু:খ নাই। কারণ সব দু:খ তো একবারে মোচন করা যায় না। কিছু দু:খ মোচনের দায় ভার না হয় বিএনপির ঘাড়েই দিলাম।অনেক তালবাহানা শেষে আওয়ামী লীগ সাঈদীর ফাঁসির আদেশ দিতে পেরেছে এতেই আমরা অনেক খুশি। এখন আরো খুশি হবো যদি পতুলের শ্বশুরসহ অন্যান্য রাজাকার ও যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন হয় । সেই সেঙ্গে শাহবাগ যোদ্ধাদের আমন্ত্রন জানাচ্ছি, প্রকৌশলী মোশারফের বিচারের দাবিসহ অন্যান্য রাজকারের বিচারের জন্য আরো সচেষ্ট হওয়ার । যুদ্ধ চলবে, জয় শাহবাগ, জয় বাংলা……………
©somewhere in net ltd.