![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
দেশ আজ মুন্নির বদনামি করতে ব্যস্ত / গল্পের আড়ালেও অনেক গল্প থেকে যায় /এক্স ফাইলস / আমার কথা শুনে কেউ হাসতে পারেন / সন্দেহ করতে পারেন / গালি দিতে পারেন / যা ইচ্ছা করেন / শুধু একবার মনদিয়ে পড়েন যা লিখছি /মুন্নির প্রশ্নগুলোছিল /
১/ উনি এতদিন পর কিভাবে বেচে আছেন / ?/
২/ উনাকে এত ফ্রেশ লাগছে কেন / ? /
৩/ ১৭ দিন কোন খাবার ছাড়া কিভাবে বেচে থাকতে পারেন / ? /
৪/ যখন সেনাবাহিনীর একজন বলল তার কাছে কিছু শুকনো খাবার ছিল উনার কাছে খাবারকোত্থেকে আসল / ? /
৫/ উনার জামা কাপড় গুলো এরকম নতুন মনে হচ্ছে কোন ময়লা নেই কেন / ? /
আমার প্রশ্ন হলো /
১/ রেশমাকে আসলেই কেন এতো ফ্রেশ লাগছিলো সাথে নতুন লাল ওড়না এলো / ?
২/ নানক ও জিওসি এতো শীঘ্রই কিভাবে ওখানে পৌছাল / ? /
৩/ মেয়ের বোন লেমিনেটেড ছবি নিয়ে সিএমএইচে এতো তাড়াতাড়ি কি করে গেল/ ?
৪/ মেয়ের মায়ের মুখে খুশির বন্যা তিল পরিমান কেন দেখা গেলনা / ?
৫/ মুন্নি সাহা সরকারের পা চাটা বান্দি হয়েও ক্যান প্রশ্নগুলো ভালো মানুষের মতন করলো / ?/ সন্দেহ এখানেই /
৬/ দেখছিলাম সময় চ্যানেল আর কেন প্রশ্ন করছিল মুন্নি সাহা / ?
মতিঝিলের ঘটনার পর সাভারে লাশ সংখ্যা দুম করে ১০০০ + হয়ে যাওয়াতে প্রশ্নটা আসাই স্বাভাবিক / এটা অল সেটাপ যেন আমরা আরেক ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাই/ এবং হয়েছিও / আমিও হয়েছিলাম / কিন্তু পরক্ষনেই প্রশ্নগুলো দানা বাধতে শুরু করে /
সরকার আপনেরা ক্যামেরা মতিঝিল থেকে আবার সাভারে নিলেও আমি আমার ক্যামেরা মতিঝিলেই রাখছি / এসব নাটক বন্ধ করেন /
মুন্নি আপনাকে ধন্যবাদ বেসুন্দর নাটক করবার জন্য / নেক্সট নাটক কি হবে?
২| ১১ ই মে, ২০১৩ রাত ১০:০৪
মাথা নষ্ট সিপাহি বলেছেন: আমার একটা প্রশ্ন, সে কাজ করছিল ৩ তলায় অথচ পাওয়া গেল বেজমেনট এর মসজিদে, ভবন ধসের পর এখানে আসার আগেই তো তার চাপা কির কিরা হয়ে যাওয়ার কথা।
অবশ্য মিরাক্কেল তো মিরাক্কেলই,
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ রাত ৯:৫৬
অবাক েরাবট বলেছেন: মুন্নি সাহা এতো শীঘ্রই কিভাবে ওখানে পৌছাল / ? /