![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
একটা বিষয় মনে রাখা জরুরী ক্রিকেট খেলায় মানষিক ব্যাপার গুলোও হার বা জিতের কারন হতে পারে সময় ভেদে| জামিল মানষিক ভাবেই আক্রমন করেছে বিডি ক্রিকেটকে|
আর জামিলের মত কুলাঙ্গার বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যা ইচ্ছে তাই বলছে একটি ভিনদেশের হাততালি পাবার আশায়| আর কিছু বিক্ ত মস্তিস্ক সেটাকে কোথাকার কোন জামিল বলে ধামা চাপা দেয়ার জন্য অপচেষ্টা করে যাচ্ছে| মূল কথা হল এই কৌতুক গুলো যখন আমাদের দেশের ক্রিকেটারেরা শুনবে তখন কি তারা ভাববে না যে কোন দেশের জন্য তাহলে আমরা এত কষ্ট করছি যে দেশের মানুষই আমাদের তিরস্কার করে নানীর বাড়ি গিয়ে| পরবর্তীতে মাঠে নামার সময় কি এটুকু মনে পড়বে না কারও?, এবং সেটা যে খেলার উপর প্রভাব ফেলবে না তারই বা গ্যারান্টী কি?
আমাদের দেশের ১৬ কোটি মানুষ আমরা যেটাতে একসাথে প্রাণখুলে হাসি সেটা হল ক্রিকেট, জামিলের মত অকর্মা ভাঁড়ের থেকে ক্রিকেট আমাদের কাছে অনেক দামী|
খবরদার ঐ কুলাঙ্গারকে যারা সমর্থন দেন তারা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট এর খেলা দেখবেন না| ঘ্ ণা হয় তাদের প্রতি যারা দেশের ক্রিকেটকে শৌচাগারের সাথে তুলনা করে আরও ঘ্ ণা হয় যারা সেই কুলাঙ্গারকে সমর্থন করে|
খেলা খারাপ করলে আমারও কষ্ট হয় কিন্তু আশা নিয়ে থাকি একদিন পারবে|
দেশের বদনাম করে যারা বিদেশের কাছে ভাল হতে চায় তাদের স্থান এই দেশে নেই|
জয় বাংলাদেশ ক্রিকেট টিম.......
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
প্রভাষ প্রদৌত বলেছেন: ভাই জামিল তো পাবনার কুলাঙ্গার ...........রাজাকারের দেশের একটা ছেলের কাছ থেকে এর চেয়ে আর বেশী কি প্রত্যাশা করতে পারেন আপনি ??????????????? এদের বাপ অনেকগুলো যা এরা নিজেরাও জানে না ।