![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
বৃষ্টি
মাঠ, ঘাট চৈৗচির, নেই দেখা শান্তির
অশান্ত শহরে, বিদু্ৎতের কহরে
নেই দেখা বৃষ্টির।
রোদ্রের রুক্ষতা, চারদিকে শুষ্কতা
আসিবেসে কবে, দেখিয়াছি খবে
দোষ নেই সৃষ্টির।
না করে অভিমান, নিয়ে চলে আয় বান
কৃষকের মনটায়, বাজিতেছে ঘন্টায়
দেখা নেই স্বস্তির।
নতুন বধুর হার, গলায় দেব তোমার
চলে তুমি এসো, মোদের ভালবাসো
শেষ হবে ক্লান্তির।
কবিতাটি অনেকদিন আগে আমার ফেবু পেজ এ প্রকাশ করেছিলাম। আজ আপনাদের জন্য ভাল লাগলে জানাবেন। ধন্যবাদ।
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: Thanks
Welcome to my blog.
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪২
আিলমুল বলেছেন: ভালো লাগল