নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

সাকিব-তামিমরা কতই না অহংকার করলো শ্রীলংকা আসার কয়েকদিন আগে থেকে, এখন সে অহংকার কোথায়?? প্রতিউত্তরে আমি >>>>>>>>>>>

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

লেখকরে কিছু বলার নাই শুধু বলতে চাই "নিজ হাতে গড়া মোড় কাচা ঘর খাসা"। আন্নের যদি অঅহংকারী গো (যেমন ভারত) ভাল্লাগে আন্নে ভারত চইলা যাইতে পারেন। আমার দেশ যদি ১ রানও করে তবে আমি গর্ব করে বলব "বাংলাদেশ ১টি রান করেছে এবং এটি আমার দেশ"। খেলায় হার জিৎ থাকবেই। ভারত/পাকিস্তান/শ্রীলঙ্কা যদি ৫০০০ রানও করে সেটা আমার দেশ নয় এতে আমি গর্ব করতে পারি না।



অহংকারের কথা কি বলছেন?



আপনি তাহলে খেলাই বুঝন না বা খেলার কৌশল সম্পন্ধে আপনার বিন্দুমাত্র জ্ঞান নেই। যে কোন খেলা শুরুর আগে একটা বাগ প্রতিদ্বন্তিতা হয়। এটাও খেলার একটা অংশ বটে অহংকার নয়। যেটা ভারত শ্রীলঙ্কার মতো বড় বড় দল যেমন করে ছোট ছোট দল যেমন আয়ারল্যান্ড স্কটল্যান্ড ও করে থাকে।



যেসব কমেন্টার লেখককে সাপোর্ট করছেন তাদেরকে বলি নিজেকে শোধরান।





এটা একটা কমেন্ট পোষ্টটা এইখানে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
৩০শে জানুয়ারি এই পোস্ট দিয়েছেন, অথচ এখানো কোন মন্তব্য পান নাই।
কারণ আপনার এই আচরন কেউ পছন্দ করে নাই।
এসব বাদ দেন, অন্যকে মর্যাদা দিতে শিখুন।
পুরা আমার হেডিংটা নকল করেছেন। ছি ছি.......


শোনেন........................

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"...................... এটা আপনার নিক।

এটা কে লিখেছেন জানেন তো? কবি গুরু রবীন্দ্রনাথ। উনি ভারতীয়।
তাহলে ভারত প্রীতি আপনার আছে এটা ঠিক? তাহলে আমাকে ভারতে যেতে বলে ঠিক করেন নি।

আমার এই পোস্ট আত্ম সমালোচনামূলক। অনেক কষ্ট থেকে।
সেটা আপনি বোঝেন নাই। যোগ্যতা অর্জন না করে বেশি কথা বলা আমি লাইক করি না।
যারা করে তারা পস্তায়, এটাই সত্য। আমরা বাংলাদেশের নাগরিকরা সবক্ষেত্রে সেটা ভুলে যাচ্ছি। যোগ্যতা থাকুক আর নাই থাকুক কখনো বেশি কথা বলা বা অহংকার করা বড় মনের পরিচয় না।

আর ক্রিকেট খেলার জ্ঞান নিয়ে বাংলাদেশের যে কোন দর্শককে চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম।
গালি দিলে গালি খেতে হয়, কিন্তু আমাকে গালি দিলেও আপনাকে গালি দিতাম না।


তবে আপনি জামাতী, হেফাজতী, আর অতি জাতীয়তাবাদী হলে আমি আপনাকে বোঝাতে পারবো না।
খালি ভারত ভারত করে চিল্লা্য়েন না। বাস্তবতা বুঝে ব্যবস্থা নিন।



০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: বোধহয় লেখা পড়া কম জানেন অথবা পড়তে পারেন না।

সাকিব-তামিমরা কতই না অহংকার করলো শ্রীলংকা আসার কয়েকদিন আগে থেকে, এখন যে অহংকার কোথায়?? প্রতিউত্তরে আমি >>>>>>>>>>>

এটা কি আপনার হেডিং?????

আপনার হেডিং হল এটা- সাকিব-তামিমরা কতই না অহংকার করলো শ্রীলংকা আসার কয়েকদিন আগে থেকে, এখন যে অহংকার কোথায়?

এই রকম মিথ্যা বলতে পারেন আপনি? ছি ছি আপনাকে মিথ্যাবাদী বললেও মিথ্যাবাদীর অপমান হবে।

রবীন্দ্রণাথে ভাষা আর আমার ভাষা এক। বাংলা ভাষা। আমি কি বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দী বা উর্দু বা আরবী অনুশীলন করব? নাকি বাংলা ভাষা চর্চাকারীকে ভালো বেসেছি বলে আপনার হিংসা হচ্ছে। যদি তাই হয় তবে আপনি বাংলা ভাষা বিদ্বেষী। বাংলা ভাষা বিদ্বেষী মানে আপনি বাংলাদেশ বিদ্বেশী। সমস্যা নাই আপনি অন্য দেশে চলে যেতে পারেন। আমি বাংলাকেই ভালোবাসব। বাংলা ভাষা সমৃদ্ধকারীকেই ভালোবাসব। আপনি অন্য ভাষা ট্রাই করতে পারেন। আর ভারতীয় বলে নয় বাংলা ভাষী বলে? বলতে পারেন আমার মধ্যে বাংলা প্রীতি আছে ভারত প্রীতি নয়, যেটা আপনার মধ্যে আছে। আবারও বলছি হিন্দি ট্রাই করুন।

আত্ম সমালোচনা মূলক লেখা হলে নিজেকে শোধরানোর জন্য অনুশীলন বা ভূলের জন্য অনুশোচনাও দরকার হয়। আপনি তা কোথাও করেছেন নাকি শুধু সাকিব তামিম কি বলে সেটা নিয়ে তাদের সমালোচনা করে তাদেরকে অহংকারী বানিয়ে তাদের মনোবলকে ভেঙে চুরচুরে করেছেন? যেটা পরবর্তী খেলায় প্রভাব ফেলার জন্য যথেষ্ট। তাহলেই তো আপনাদের লাভ। বাংলাদেশকে ক্রিকেট বিশ্ব থেকে মুছে দিয়ে বিশ্বের বুক থেকে পরিচিতি কমিয়ে আনার জন্য।

সম্মাণিত ব্লগারগণ আমার পোষ্ট দেখে নিচে দেয়া লিঙ্ক অনুয়ায়ী আপনার ব্লগে গিয়ে কমেন্ট করছে। এটা আপনাকে বুঝতে হবে।

আর আপনি একজন নতুন ব্লগার। আপনার প্রফাইল দেখে বুঝলাম। জাতি বর্ণ ধর্ম আলাদা করার জন্য আপনার একমাত্র পোষ্ট ও কমেন্ট গুলোই যথেষ্ট একজন সুস্থ্য মানুষকে বোঝার জন্য। ব্লগের নিয়ম ধরন আলোচনা গঠনমূলক সমালোচনা বুঝুন তারপর সমালোচনা করুন।

আপনার পোষ্টের কমেন্ট গুলো দেখলেই বুঝতে পারবেন আপনি কি ভূল করেছেন অবশ্য যদি একচোখা না হন।

(((( ভূল করলে ভূল স্বীকার করে সঠিক টা শিখে নেওয়াই ব্লগারদের বৈশিষ্ট্য, একগুয়েমি নয়))))

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: "সাকিব-তামিমরা কতই না অহংকার করলো শ্রীলংকা আসার কয়েকদিন আগে থেকে, এখন যে অহংকার কোথায়??" বাংলা ভাষাটা ঠিকমত শিখুন হিন্দি অনেক কপচাইছেন?

হবে ‍"সাকিব-তামিমরা কতই না অহংকার করলো শ্রীলংকা আসার কয়েকদিন আগে থেকে, এখন সে অহংকার কোথায়??"

অন্তত হেডিংটা ঠিকমত দিয়েন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.