| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবিল (দ্যা লিরিক বয়)
© ২০১০-২০৩ আবিল "সামহোয়ার ইন র্যাপষ্টা"
আমি চলে যাচ্ছি দেশ ছেড়ে। আমি যাব এমন কোনো দেশে যেখানে ক্ষুধার কষ্টে মানুষ হাহাকার করে, কিন্তু যদি ওদের বলা হয় “তোমরা তোমাদের দেশ ছেড়ে দাও আমরা তোমাদের খাবার দিব”, তখন দেশের ছেলে বুড়োর রক্ত জ্বলে ওঠে, ওরা হয়তোবা না খেয়ে মরে যাবে, কিন্তু শরীরে একবিন্দু রক্ত থাকতেও দেশ ছাড়বে না।
আমার দেশ বাংলাদেশও একদিন এমনই ছিল। তারা নিজের মাতৃভাষাকে সর্বস্তরে প্রচলন করতে দিয়ে শত্রুর হাতে প্রান দিয়েছিল, ’৭১ এ মা তার আদরের ধন ছেলেকে দেশের কাছে কুরবানী করে দিয়েছিল, গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুকে গুলি খেয়েছিল তারা কোথায় ? তাদের দেশে একবিংশ শতাব্দীতে কি চলছে ? কি চলছে সেটা দেশের মানুষও জানেনা।
ছি. ছি.. ছি... নিজের দেশের সম্মানকে তুলে দিতে লজ্জা করছে না ?
হে মুজিবকন্যা তোমাকে হয়তো আমি ভোট দিতে পারিনি, কিন্তু বাবাকে বলেছি মাকে বলেছি তোমাকে ভোট দিতে। তুমি এদেশের হাল ধরেছ, আর কী হচ্ছে তুমি দেখছ ? না দেখছ না, তোমার বিশ্বাসী লোকেরা তোমাকে জনগনের কাছ থেকে আলাদা করে রেখেছে। তুমি যদি দেশের সত্যিকারী নেত্রী হতে তাহলে আমাদের আকুতি তুমি শুনতে পেতে, বাঙ্গালীর আকুতি তুমি শুনতে পেতে। এবছরের শুরুতে যখন মূসা ইব্রাহীম পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পা রাখল তখন তোমার সরকারের সিদ্ধান্তে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এ দেশে বন্ধ হয়ে গেল। দেশকে নিমিয়ে আনল পৃথিবীর সর্বনিম্ন জায়গায়। এরপর কয়েকদিন আগে শাহরুখ খানকে আনা হলো আর তিনি লক্ষ লক্ষ দর্শকের সামনে সিগারেট ফুকলেন। আইন নাকি সবাই জন্য সমান ? তাহলে তাকে তো তখনই ৫০ টাকা জরিমানা করা হতো। ওকে এ ধরনের সুযোগ দেওয়াই তো দেশের জন্য ক্ষতিকর। এ দেশে যেহেতু বিদেশি মানুষ সিগারেট খেয়ে আইন ভঙ্গ করতে পেরেছে সেহেতু বিদেশি মানুষ এসে এখানে মানুষ খুন করে গেলেও নিশ্চয়ই ক্ষতি নেই ?
আবার নাকি, এদেশে বিশ্বকাপ হবে। আচ্ছা এটিএন রেকর্ড’স, বাংলাদেশে কী শিল্পীদের এতই অভাব পড়েছিল যে ভারত থেকে শিল্পী আনতে হবে ? এটা কী দেশের জন্য অপমান নয় ? আমি একটা পরামর্শ দেই, যদি তোমাদের ওদেশ থেকেই শিল্পী আনতে হয় তাহলে অনুষ্ঠানটাও ওদেশে হোক। আর বাঙ্গালীরা, তোমাদের বলছি, যেহেতু আমরা এ দেশে জন্মেছি সেহেতু অন্যদেশে গিয়েও দেশের কথা ভাবতে হবে, তাই যদি থাকতে হয় তাহলে সময় থাকতে জ্বলে ওঠ বাঙ্গালী ,প্রতিবাদ কর দেশের অপমানের,বর্জন করো বিশ্বকাপ, মরতে যদি হয় মরবো কিন্তু দেশের অপমান আর সহ্য করবো না।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০১
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: চলুন ব্লগীয় আন্দোলন শুরু করি।
২|
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৯
বোকা মানব বলেছেন: আমার দেশ বাংলাদেশও একদিন এমনই ছিল। তারা নিজের মাতৃভাষাকে সর্বস্তরে প্রচলন করতে দিয়ে শত্রুর হাতে প্রান দিয়েছিল, ’৭১ এ মা তার আদরের ধন ছেলেকে দেশের কাছে কুরবানী করে দিয়েছিল, গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুকে গুলি খেয়েছিল তারা কোথায় ? তাদের দেশে একবিংশ শতাব্দীতে কি চলছে ? কি চলছে সেটা দেশের মানুষও জানেনা।
ভাই দোষ তো আমাদেরই। আমাদের পূর্বসুরীরা সব বুঝে থেমে থাকেনি। কিন্তু আমরা সব বুঝেও প্রতিবাদ করতে পারছি না। এটাই তাদের সাথে আমাদের পার্থক্য
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০২
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আমাদের তো আর থেমে থাকা যায় না, কিছু একটা করতেই হবে।
৩|
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৩
নীল-দর্পণ বলেছেন: অভাগা দেশটি তো কোন দোষ করেনি। অভিমান করে কেন যাবে।
ফিরো এসো আবার...স্বপ্নের দেশটিকে সাজিয়ে গুছিয়ে নেবে ![]()
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৪
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: এই দেশ কি আর ঠিক হবে ?
৪|
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৮
নাজমুল নয়ন বলেছেন: মরতে যদি হয় মরবো কিন্তু দেশের অপমান আর সহ্য করবো না।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১২
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ঠিক বলেছেন...
৫|
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১০
চতুরঙ্গ বলেছেন: দুঃখ করে লাভ নাই... আমিও আপনার মত হতাশ... আমাদের নেতারা যদি নেতৃত্ব দিতে না পারে তবে দেশ টা দিন দিন পিছিয়েই যাবে। আর দু:খজনক হলেও সত্যি দেশে সত্যিকারের দেশপ্রেমীক কোন নেতা / নেতৃ নেই। কাকে ভোট দিবেন বলুন?
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৯
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আমাদের দেশে নেতা আছে, কিন্তু তাদের বিশ্বাসী (!) চাকরদের জন্য তারা দেশের বর্তমান পরিস্থিতি বুঝতে পারছে না। তাদের বুঝানো গেলে দেশকে আগের স্থানে নিয়ে যাওয়া সম্ভব।
৬|
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৪
মোসাব্বির বলেছেন: আপনি দেশ ছেড়ে চলে যান, এদেশে প্রতিবাদের জন্য আগের মত জনসমর্থন পাবেন না। জনগণ ২ ভাবে বিভক্ত,
১. সরকার সমর্থিত (সরকার যা করে তাতেই সমর্থন দেয়, ভাল মন্দ বিবেচনা করার ঘিলু যাদের নাই। এই ব্লগেও খুজেঁ পাবেন)
২. প্রতিবাদী, আপনার আমার মত জনগন (ভাল খারাপ বুঝতে পেরে প্রতিবাদ করে কিন্তু সুবিধা করতে পারে না, সরাসরি মাঠে নামতে পারে না)
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২১
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আমাদের এবার মাঠে নামতে হবে...
৭|
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৭
শিকারী বলেছেন:
আওয়ামী লীগ শেষ পর্যন্ত দেশটা কে ভারতের অংগ রাজ্যা না "রক্ষিতা রাজ্যে" পরিণত করলো!
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৩
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ঠিক বলেছেন ...
৮|
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৩
আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: প্লাস দিলাম। বড় আবেগী লেখারে ভাই। আপনার আবেগ কে শ্রদ্ধা জানাই।
তবে ভাই একটা কথা, বাংগালী বড় আবেগী জাতি, আর এই আবেগ ই আমাদের সবচেয়ে বড় শত্রু, আবার সবচেয়ে বড় সম্পদ ও বলা যায়। বিদেশ এ আসলে দেখবেন যে উন্নত এই সব দেশের মানুষের আবেগ-টাবেগ নাই তেমন কোনো। আপনার বয়স মনে হচ্ছে কম। তাই আবেগ আনেক বেশি কাজ করছে। আবেগ এর বশে কোনো সিদ্ধান্ত না নেয়াই ভাল। ভাল থাকবেন।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৫
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: যত যাই হোক এখন আর বসে থাকা যাচ্ছে না।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৮
বাউন্ডুলে রুবেল বলেছেন: তোমার সাথে একমত ব্রাদা...