নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি দেশ কে আর আমার জন্মদাত্রী মা কে

আবির০১৯১৭

না না না

আবির০১৯১৭ › বিস্তারিত পোস্টঃ

জেগে ঘুমিয়ো না হে বাঙ্গালী

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

লেখাটি আমার সেই হতভাগ্য বোন সোহাগীর জন্য(যার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই)
যাক আমার কি?
আমার ঘরের বোনটার কিচ্ছু তো হয়নি আমার ঘরের মা-বোনটা তো সুরক্ষিত আছে।
যা হয়েছে তনুর হয়েছে তাতে আমার কি?
ঠিক এই রকমই হচ্ছে আমাদের মনে তাই না?
আরে বাঙ্গালী আর কত কাল ঘুমায়ে থাকবে ওহ তোমাদের আঁতে ঘাঁ না লাগলে বুঝি তোমরা কিচ্ছু করবে না বুঝি।
এসব কথা গুলো বলতে আমার ভালো লাগছে না ভাবছেন আমিও তো পুরুষ মানুষ ভাবছেন তাই না ইনি আবার কেমন মানুষ যে নারীর পক্ষ টানছে। না আমি কোনো পক্ষ টানছি না। আমি সত্যর পক্ষে। আমি সেই সকল মা -বোনদের পক্ষে যারা নির্যাতিত।
ভারতের নির্ভয়ার কথা মনে আছে? মনে থাকলে মনে করে নিন। ভারতীয় রা যেটা করেছে সেটা করার সময় এবার এসে গেছে।
জাগো বাঙালী জাগো।
নয়তো মনে রাখবেন এই সকল নরপিশাচ দের হাত থেকে রক্ষা নেই আমাদের বোনেদের
‪#‎আক্ষেপ‬ ‪#‎নিয়েই‬ ‪#‎বলেছি‬
জাগো বাঙালী জাগো।
প্রতিবাদ করার এটাই সময়
গুটি কয়েক নরপশুর জন্য আমাদের (পুরুষ) নাম কেনো ধুঁলোয় লুটাবে?

আসলে একটা কথা আমি প্রায়ই বলি
দৃষ্টির পরিবর্তন নয় চাই দৃষ্টি ভঙ্গির পরিবর্তন।
তাই আসুন আমরা নিজেরা একটু নিজেদের পরিবর্তন করি।

#আবির

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

চাঁদগাজী বলেছেন:

"যা হয়েছে তনুর হয়েছে তাতে আমার কি?
ঠিক এই রকমই হচ্ছে আমাদের মনে তাই না? "

-না, মোটেই তাই না

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বিজন রয় বলেছেন: কাকে কি বলছেন?

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

আবির০১৯১৭ বলেছেন: ভাই আজ ফরেনসিক রিপোর্ট টাতে কি লিখেছে শুনেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.