![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চট্টগ্রামের নামকরা একটা সরকারি কলেজে অনার্স পড়ি।তবে অনার্স কোর্সের ক্ষেত্রে কলেজের চাইতেও বেশি ভূমিকা রাখে জাতীয় বিশ্ববিদ্যালয়।যার অধীনে সারা দেশে সরকারি বেসরকারি মিলিয়ে অনেকগুলো কলেজ আওতাধীন।যাতে প্রায় লাখ খানেক ছাত্রছাত্রী অধ্যনয়রত।
যাই হোক,মাস খানেক আগে আমার অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা শেষ হয়। পরীক্ষার কিছুদিন আগে আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। পরীক্ষার মাস খানেক আগে আমার এক ফ্রেন্ডের প্রশ্ন ছিলো- আমি কেমন আছি? তার উওরে বলেছিলাম - কিছুটা চিন্তিত পরীক্ষা সামনে তাই...
সে আমাকে জানায় -এতো টেনশন করার কি আছে বিগত কয়েক বছরের প্রশ্ন পড়লেই মাস্ট কমন। সে রীতিমত আমার সাথে এমন আচরণ করলো যেন তার এক ফুঁতেই আমি সহ আমার কলেজ দূরে গিয়ে পড়বে।আমাদের নাকি পড়তে হয় না।খাতাতে কলম ছোঁয়ালেই ফার্স্ট ক্লাস।
শুনে হাসি পেল।কি মনে করে আমাদের আমি জানি না।আরে ভাই, পরীক্ষা দিয়েই এই কলেজে ভর্তি হয়েছি। সবার কথা জানি না তবে আমার সাথে এমন অনেকে পড়ে যারা আগামীতে বিসিএস দিয়ে অনেক বড় পদেই জব করবে। অনেকে করেও, অনেক বড় বড় পদে। আর বিগত বছরের প্রশ্ন পড়ে কমন(!) তাহলে ভাই আয় তোরে আমি বিগত দশ বছরের প্রশ্ন গুলাইয়া খাওয়ায় দেয়,তুই আমারে এক্কান ফার্স্ট ক্লাস এনে দেখা।খবরদার বিগত দশ বছরের বাইরে কোন প্রশ্ন পড়বি না।
এইবার আমি ফিন্যান্স পরীক্ষা দিতে গিয়ে দেখলাম প্রশ্ন দিয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর।যেখানে ৭০% ম্যাথ আসার কথা এসেছে ৮০% থিউরি।এই সাবজেক্ট ইম্পুভ রাখার ও কোন ব্যবস্থা নেই।পরীক্ষা হল থেকে ওই মুহূর্তে আমার কিন্তু পরীক্ষা শেষ করেই বের হয়।বিগত বছরের প্রশ্নের জোরে নয় ,নিজেদের জোরে।সবাইরে এক পাল্লায় না মাপলেই ভাল
নাইবা পড়ি বিখ্যাত কোথাও।আমি যেখানে পড়ি ওটাই আমার স্বর্গ।
লাগেরে ভাই,এসব বললে লাগে।একেবারে কলিজায় গিয়ে লাগে!
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
সুস্ময় পাল বলেছেন: নাইবা পড়ি বিখ্যাত কোথাও।আমি যেখানে পড়ি ওটাই আমার স্বর্গ।
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
That's the spirit!