নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

থাকবো না

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

থাকবো না এই আমি-

শীতে ঝরা পাতার মতো,

খরায় শুষ্ক নদীর মতো,

মরে যাওয়া ফুলের মতো,

জীবন যাবে থামি।



থাকবে না এই দেহ-

বাহুর বলে দম্ভ সদা,

হাত-পা যেন আস্ত গদা,

মানুষ দেখে সুশ্রী-কদা,

অমর তো নয় কেহ!



থাকবো না সেই ক্ষণে-

ফেসবুকের এই আইডি খালি

থাকবে পরে, নাই কো মালি,

দিবে না আর কেউ তো গালি,

রাখবে না কেউ মনে।



থাকবে না এই বিত্ত-

প্রভাব-পতিপত্তি ভরা

ক্ষণস্থায়ী তাসের ধরা,

আসবে যখন দুঃখ-জরা,

হারিয়ে যাবে চিত্ত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভাললাগা +
শুভকামনা

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

মিজানুর রহমান মিফতাহ বলেছেন: কেউ থাকেনা! থাকার জন্য কেউ আসেনা!

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: কষ্ট কাব্যে ভালোলাগা। :)

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।শুভ কামনা নিরন্তর।
+++++++++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.