নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কেন আমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

কিছু মানুষের কথা শুনলে মনে হয় তারা ছাড়া দেশের বাকিরা সব "কাঠবলদ", শুধু তারাই দেশকে ভালোবাসে, তাদের এই বাড়াবাড়ি রকমের দেশপ্রেমটা (chauvinism) তখনই আরো ভয়ঙ্কর হয়ে উঠে -

-->"যখন তারা রাস্তায় না নামা মানুষদের সুবিধাবাদী/অলস/ভীতু/কাপুরুষ/ছাগুবান্ধব/জন্মপরিচয়বিহীন/দেশপ্রেম-বিবর্জিত বলে",

-->"যখন তারা রাস্তায় অথবা চিকিতসালয়ে অবস্থানরত রোগীদের কষ্ট-দুঃখকে জনতার দাবি আদায়ের ক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত করে",

-->"যখন তারা কোন অতি সাধারণ নিম্নমধ্যবিত্ত বাঙ্গালি ছেলেকে "পটেনশিয়াল ছাগু" বলে গদাম দেয় শুধু এই কারণে যে সে তার দেশের মত তার ধর্মীয় বিশ্বাসকেও সমানভাবে ভালোবাসে",

-->"যখন তারা সবার সব কথার মধ্যে রাজাকার-রাজাকার গন্ধ পায়",

-->"যখন তারা জাতীয় ঐক্যমতের ইস্যুতেও ধর্মের নামে কলঙ্ক লেপন করে, অর্থাৎ তারা নিজের অবিশ্বাসকেই সবার মধ্যে প্রতিষ্ঠিত হিসেবে দেখতে চায়",

-->"যখন তারা ফেসবুকে শুধু অবিশ্বাসীদের সাথেই সদাচরণ করে, বিশ্বাসীদের (হিন্দু/মুস্লিম/বৌদ্ধ/খ্রিস্টান) সাথে ছাগুসুলভ আচরণ করে"...



এসব উগ্র পক্ষপাতদুষ্ট লোকের অনলাইন-অফলাইন আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য অবিলম্বে দেশের সংবিধানে "ধর্মনিরপেক্ষতা" ফিরিয়ে আনা হোক, যাতে সবাই সবার প্রতি নিরপেক্ষ আচরণ করে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, যাতে নামের শেষে "ইসলাম" বা আগে "মুহম্মদ" থাকলে কাউকে লাঞ্ছিত হতে না হয়, যাতে বাংলাদেশ তার সৃষ্টির লক্ষ্যে পৌঁছে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

সাইদুল ইসলাম ডুয়েট বলেছেন: িশিবেরর জয় একিদন হেবই । ইনশা আললাহ ! Click This Link

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

শাহ্‌রিয়ার কবীর বলেছেন: যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সাইদুল ইসলামকে বলছি যে, আপনি বলেছেন একদিন শিবির এর জয় হবে।
ইতিহাস দেখলে বুঝবেন যারা জিহাদ করেছেন তারা নিজস্ব স্বারথের জন্য জিহাদ করেন নি, আর আপনারা ইসলামের দোহাই দিয়ে রাজনিতি করেছেন । আপনাদের শিবির কে সাধারণ মানুশের ত্রাস ভাবলে ভুল করবেন।
অন্ধ অন্যকে অন্ধই ভাবতে ভালবাসে।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

হ য ব র ল ৩২৭ বলেছেন: আমিও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

মোঃ ওমর শরীফ বলেছেন: আমি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই না।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

আবীর চৌধুরী বলেছেন: world is really small for zealots-- so, think broadly, see widely, love unconditionally but wisely, respect universally, judge impartially!
Don’t seek out for triumphs that create glee in the face of a few people, attain victory for bigger prospect!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.