নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কি আজিব!!!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

দেশে এখন গৃহযুদ্ধ লাগে লাগে প্রায়। সাইবার ওয়ার যেকোন মুহুর্তে রিয়েল ওয়ারে রূপ নিবে। এর জন্য দায়ী থাকবে কিছু ছাগল আর কিছু ছাগলের কসাই!



মুশফিকদের সেঞ্চুরী থেকে শুরু করে ভিটামিন এ ক্যাপসুল অথবা পোলিও ক্যাম্পেইন অথবা কৃমিনাশক ঔষধ নিয়ে প্রাণঘাতী গুজবে সবাই খুঁজে পায় ভারত-পাকিস্তান গন্ধ, আস্তিক-নাস্তিক গন্ধ, ধর্মবিদ্বেষী-ধর্মান্ধ গন্ধ, শিবির-শাহবাগী গন্ধ...



ঔষধ, সেটা যেখান থেকেই আনা হোক না কেন, তা' মেয়াদোত্তীর্ণ বা খারাপ কোয়ালিটির হতেই পারে। এর সাথে কোন দল/মতের যোগশাজস তো দেখি না!!!!! এটা তো আর খালেদা-নিজামীর বিয়ের গুজব না, এটা শিশুদের জীবন-মরণের গুজব-- মিথ্যা হলে তো মিথ্যা, কিন্তু সত্য হলে তাদের মৃত্যুর জন্য কে দায়ী হবে? ঔষধ সরবরাহকারী? ঔষধ প্রদানকারী? ঔষধ আমদানীকারক? ঔষধ প্রস্তুতকারক? শিশুর মাতা-পিতা? নাকি কিছু কসাই জাতীয় মানুষ যারা এই গুজবে চিন্তিত মানুষদের বিজ্ঞানবিমুখ ও গুজবমনস্ক মানুষ বলছে?



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: লোকে বলে চিলে আমার দুকান লইয়া গিয়াছে, তাহা আমি নিজ কান বাড়াইয়া নিজ কানে শুনিয়াছি।

তো,

চিল, তুই আইজ শ্যাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.