![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনটা ছিল অন্য সব-ই দিনের মত
খুব সাধারণ,
বাবার কথায় শহীদ নামের ঐ ছেলেটার
ছিল না মন।
বড় ছেলে শহীদ ছিল বাবার যত
স্বপ্নখোরাক,
কিন্তু সেদিন ছেলের কথায় নিঃস্ব পিতা
হয় হতবাক!
মফস্বলের বিদ্যালয়ে হেড-মাস্টার
মানুষ তিনি,
বলেন আমি- “ছেলেপেলের মুখটা দেখেই
হৃদয় চিনি!”
জীবনের এই কঠিন মোড়ে বাবার সাথে
ছেলের সেদিন-
ঝগড়া হল ভীষণ রকম, হয়ে গেল
সুখটা বিলীন।
রাগের বশে শহীদ সেদিন ব্যাগটা নিয়ে
ছাড়ল বাড়ী,
সপ্তাহখানেক চলল তাদের পরস্পরের
কঠিন “আড়ি”।
এই তো সেদিন খবর পেল অভিমানী-
ক্ষুব্ধ ছেলে,
বাবা তার স্ট্রোকে কাত, নেয়া হল
মেডিকেলে।
দুর্গম পথ পাড়ি দিয়ে অস্থির সেই
ছেলে যখন,
সংসারের-ই মায়া ছেড়ে, বাবা তার
নেই তো তখন!
কান্না নেই চোখে ছেলের, দেখল শুধু
জগত আঁধার!
মাঝ দরিয়ায় একা তারা, সামনে তাদের
অকূল পাথার।
বাবার সাথে অভিমানের কথাগুলো
পড়ল মনে,
তার সে বাবা আর কখনো ফিরবে না তো
এই ভূবনে।
ঝগড়া-ঝাটি, রাগ-অভিমান, এসব কিছু
তুচ্ছ অতি,
দ্বন্দ যখন গুরুত্ব পায়, হয় জীবনে
বিশাল ক্ষতি!
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
শিপন মোল্লা বলেছেন: ঝগড়া-ঝাটি, রাগ-অভিমান, এসব কিছু
তুচ্ছ অতি,
দ্বন্দ যখন গুরুত্ব পায়, হয় জীবনে
বিশাল ক্ষতি!
অন্যরকমের স্বাদ পেলাম। চমৎকার লিখেছেন ভাই।খুব টাসি।
+++