![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ পর্যন্ত পাবলিক নিজেদের একটা মনোবাসনা মনে হয় পূর্ণ করতে পারল!!!
গত সপ্তাহ হরতালবিহীন থাকায় পাবলিক যে কি পরিমাণ অস্বস্তিতে ছিল, তা আমি নিজে আমজনতার অংশ হয়ে ভালই টের পেয়েছি! এ ওকে প্রশ্ন করত, "ভাই, কাল কি হরতাল?" যাকে প্রশ্ন করত, কয় সেকেন্ড আগে সে নিজেও আরেকজনকে একই প্রশ্ন করে এসেছে!
গেল সপ্তাহে টিভি/অনলাইন নিউজেও হরতালের গুজব নিয়ে নিউজ হয়েছে! আসলে হুজুগে-আরামপ্রিয়-ফাঁকিবাজ জাতি হিসেবে আমাদের জুড়ি নেই! দেশের এই মুহুর্তে কোথায় আমরা নেতা-নেত্রীদের বলব অরাজকতা এড়িয়ে সম্প্রীতিতে আসতে, সেখানে আমরা নিজেরাই খারাপ জিনিসটার জন্য মুখ "হা" করে বসে আছি!
এই তো গতকাল নাকি পরশু, হেফাজতকে টপকে কারা যেন চট্টগ্রামের লালদিঘীতে পাল্টা-কর্মসূচী দিল। এই হেফাজতবিরোধী (পক্ষান্তরে জামাত-বিরোধী) সমাবেশের নিউজ বেশ-কিছুদিন আগে মিডিয়াতে বেশ ফলাও করে এসেছিল, এবং স্পষ্টই এটা সরকালদলীয় জোটের একটা এক্সট্রা-পলিটিক্যাল এক্টিভিটি! তারপরেও চট্টগ্রামের ম্যাঙ্গো-পিপল এই ব্যাপারে রীতিমত অন্ধকারে ছিল! টুপি-দাড়িওয়ালা লোকদের মিছিল-মিটিং করতে দেখে এই জনগণ ধরে নেয়, নগরে আবার কোন ঝামেলা হবে, দেশে আবারো হরতাল দেওয়া হবে! সেলুকাস!
গণমানুষের সুপ্ত-তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য প্রত্যক্ষভাবে বিরোধী দলকে ও পরোক্ষভাবে সরকারী দলকে আমার আকুন্ঠ ধন্যবাদ!
২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
বাহলুল বলেছেন: গনমাধ্যমও খুব অসস্তিতে ছিল। কোন হরতাল নাই, মারামারি নাই কেমন যেন উলটাপালটা ছিল গত সপ্তাহটা। আলহামদুলিল্লাহ, এই সপ্তাহে আবারো কিছুটা লাইনে আসছে।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
এম এম কামাল ৭৭ বলেছেন: এ ওকে প্রশ্ন করত, "ভাই, কাল কি হরতাল?"
একেবারে আমার মনের কথা লিখেছেন। আমাদের অফিসেই তো এমন হতো।