![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প শোন, হতভাগা দেশ ছিল একখানি,
সেই দেশেতে সুয়ো-দুয়ো ছিল যে দুই রাণী।
একটা গদি, দুইটা রাণী, কে যান কে আসেন?
সিংহাসনে পালা করে দুই রাণী তাই বসেন।
এই গল্পের সুয়োরাণীর জিভটা অনেক বড়,
রাণীর ভয়ে রাজ্যে সবাই থাকত জড়সড়।
চার বছরের সিংহাসনে বাড়ল তাহার লোভ,
দুয়োরাণীর সাথে চলে মাঠে-ঘাটে ক্ষোভ।
মহড়া হবে, হয় ঘোষণা, শেষ যুদ্ধের আগে,
এই মহড়ায় দেখা যাবে কে জিতে কে ভাগে!
সুয়োরাণী যুদ্ধে পাঠান চারটি সেনাপতি,
দুয়োরাণী জিতে গিয়ে করবে কিইবা ক্ষতি?
চার-চারটে মহড়াতে যেই জিতল দুয়োরাণী,
প্রজারা সব ভাবল সুয়ো-র পড়বে চোখের পানি!
দুয়োরাণী আহ্লাদেতে মাখেন আরো মেক-আপ,
বলে বসেন, “সুয়োরাণী, করেন বিপি চেক-আপ!”
শাকের তলের মাছের খবর পেল না তো কেহ,
হাসি চেপে রাখতে গিয়ে কাঁপে সুয়ো-র দেহ।
যায় যত যাক সেনাপতি, হয়নি কিছু গদির,
ছোট-ছোট পটকা ফুটে হবে দুয়ো বধীর!
সুয়োরাণী চাল চেলে যান বসে সিংহাসনে,
দুয়োরাণী মিছেই ভাবেন “জয়ী হব রণে”!
দুয়োর জন্য শহীদ হল চারটি আস্ত মূলা,
“পিঙ্ক-কালারের জিন্স পড়েছেন, চেইনটা তবে খুলা!”
২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৫
খেয়া ঘাট বলেছেন: পিঙ্ক-কালারের জিন্স পড়েছেন, চেইনটা তবে খুলা!” -- এই লাইনটি দিয়ে কি বুঝিয়েছেন?????????????
কবিতায় +
৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:০৬
মাক্স বলেছেন: ছড়ড়া সুন্দর হৈসে!
৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:২৭
সোহাগ সকাল বলেছেন: আপনে তো ভাই সিরাম জিনিয়াস!
৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:০৯
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।ভালো থাকুন ।।
৬| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪০
আরজু পনি বলেছেন:
রানীদের কেচ্ছা জটিল লাগলো !
গদি দখলই দুজনের আসল ইচ্ছা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। দারুন।
দারুন ভাবে বর্তমান অবস্থা চিহ্নিত করেছেন।
+++++++
পোষ্টটা প্রিয়তে নিলাম।