![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় মেপে চলেন তিনি, শোয়েব তাহার নাম,
আমরা সবাই আকাম ঘুরি, তিনি করেন "কাম"!
এই "কাম"টা সেই কাম নয়, যাহা ঘটে খাটে
এই কামটা করব কখন, ভেবে যে বুক ফাটে!
এই কামের-ই সূত্রখানা শোয়েব জানেন ভালো,
শুইতে গিয়ে তাড়াতাড়ি নিভিয়ে দেন আলো।
আমরা যখন সবকিছুতে করছি কিছু দেরী,
শোয়েব তখন বিয়ের ঘাটে নিয়ে গেলেন ফেরী।
আমরা বলি, "ও ভাই শোয়েব, শুনেন ভাল করে,
ঐ কাজটা করবেন না ঘড়ির সময় ধরে!"
বিয়ের পরে চলে যাবেন লাস-ভেগাসের দেশে
চক্ষুজোড়া হারিয়ে যাবে ব্লন্ড-ব্রুনেটের কেশে!
মারলেন ভাই দক্ষ হাতে দুই পাখি এক ঢিলে,
এন-আর-বি পাত্রী কি আর সহজেতে মিলে?
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:২৯
আবীর চৌধুরী বলেছেন: আমাদের ক্লাসের সবচেয়ে শান্ত, নির্ভেজাল, সাদামাটা, সময়-মেনে চলা ছেলেটাই জব-টব না পেয়েই মার্কিন-প্রবাসী মেয়ে বিয়ে করছে; এবং আমরা হা করে তাকিয়ে দেখে অবিরাম দীর্ঘশ্বাস ফেলছি!
২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
বটের ফল বলেছেন: আগে হাসলাম। পরে প্লাস দিলাম।
ভালো হইসে।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭
মাক্স বলেছেন: শেষ পর্যন্ত কি দাঁড়ালো?