![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু ফয়সালের বিয়ে।
আসতে আসতে দেরি হয়ে গেল।
আমি এসে দেখি, সবাই বরের স্টেজের পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।
তানিম, রকি, তৌসিফ, আসিফ, সামী, ফাহাদ, রাসেল- সব বিবাহিত বন্ধুগুলো একসাথে কি যেন আলাপ করছিল; বাকিরা চারদিক ঘিরে শুনে যাচ্ছিল।
একজন বলল- "আমারটা ২০ মিনিটে বের হয়।"
আরেকজন বলল- "এতক্ষণ? আমারটা তো আজকাল ১০ মিনিটেই বের হয়।" দুইজন তাতে সায় দিল।
অন্যজন বলল- "কিভাবে সম্ভব? আমারটাকে তো ৫ মিনিটের বেশি রাখতেই পারি না। যত দ্রুত পারে বের হতে চায়।"
বাকিরাও বলতে লাগল, মিনিটের সংখ্যা কমতে লাগল।
আমি নিজের মত ভেবে নিলাম- ওরা কি প্রসঙ্গে বলছে।
আমি মাঝখান থেকে বললাম, "আমি আজকাল বেশিক্ষণ ধরে রাখতে পারি না। ২-৩ মিনিটেই বের হয়ে যায়।"
সবাই হঠাৎ থেমে গেল। আমার দিকে কিছুটা বিরক্তি, বিস্ময় ও কৌতুকের দৃষ্টিতে তাকিয়ে বলল- "কিসের কথা বলছিস তুই?"
আমি বললাম- "কেন? তোরা কি বের হওয়ার কথা বলছিস?"
ওদের একজন বলল- "আমরা তো আমাদের ওয়াইফের বাসা থেকে রেডি হয়ে বাইরে বের হওয়ার সময়ের কথা বলছিলাম!"
আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম- "ওহ! আমি ভাবলাম অন্য কিছু!"
হায়রে দুনিয়া! ভুতের মুখে রাম-নাম!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪
লাশকাটা ডোম বলেছেন: :v :v