নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাটে হাড়ি ভাঙ্গা

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

কিছুদিন আগের কথা। দিনটা শুক্রবার; সন্ধ্যায় বন্ধুরা মিলে ঘুরতে বেড়িয়েছি। রাত ৯টার দিকে আউটার স্টেডিয়ামের বিজয় মেলায় গেলাম। মেলায় আসার আগে থেকে প্ল্যান ছিল না। উদ্দেশ্যহীনভাবে আমরা ৫ জন ঘুরাফেরা করছি।

হঠাৎ, আমার এলাকার এক বন্ধুকে সস্ত্রীক কথা বলতে বলতে বিপরীত দিক থেকে এগিয়ে আসতে দেখলাম। এই বন্ধু বছরখানেক আগে বিয়ে করেছে; ৮ মাস আগে এই ভাবীকে দেখেছিলাম আরেক বন্ধুর গায়ে হলুদে।
আমি অন্যদের ছেড়ে এগিয়ে গেলাম।

আমিঃ আরে, দোস্ত ! তুই এখানে? কি খবর?
তার পাশের মহিলার উদ্দেশ্য বললামঃ
স্লামালেকুম, ভালো আছেন? আমি তো আপনাকে চিনতেই পারিনি। মোটা হয়ে গিয়েছেন।

মহিলাঃ (কিছুটা অপ্রস্তুত, বিস্মিত) ওয়ালাইকুম। আপনাকে তো চিনলাম না! আমাদের আগে দেখা হয়েছে?

বন্ধুঃ (হ্যান্ডশেক অবস্থায় আমার হাত চেপে ইঙ্গিত করতে করতে, আমাকে মুখ চেপে বলল "পবন, পবন") আরে, দেখেছিলে তুমি ওকে; আগে। তখন দাড়ি ছিল না। ভুলে গিয়েছ হয়তো। (মহিলার উদ্দেশ্যে)
আমি ব্যাপারটা বুঝে নিজেকে সামলে নিয়ে হাসতে লাগলাম। তাছাড়া, "পবন" ছদ্মনামটা আমার এই বন্ধু ১২ বছর আগে থেকে মোবাইলে কথা বলার জন্য ব্যবহার করত। সেটা শুনেই বুঝেছি কাহিনী!

মহিলাঃ ওহ ভাইয়া। আপনাকে তো অনেকদিন দেখি না। ভালো আছেন? বাসার সবাই ভালো? (পুরাই গুল! আমাকে যেন কত চিনে!)

আমি মেয়েটার সাথে কথার ইতি টেনে বন্ধুর সাথে দুই-তিন লাইন অন্য প্রসঙ্গে কথা বলে হাসিমুখে বিদায় নিয়ে চলে আসলাম।

আজকে আরেকটু হলেই পাবলিক প্লেসে আমার এই বন্ধুর গোমর ফাঁস হয়ে যেত। বন্ধুটির দুঃসাহসের তারিফ করতে হয়। আমার জায়গায় আত্মীয়-স্বজন হতে পারত। বাসায় বৌ রেখে এসে, মেলায় এভাবে হাতে-পিঠে ধরে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতে কতজনই বা পারে?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩২

আশফাক ওশান বলেছেন: বীর পুরুষ বটে!! :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.