নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বন্ধুর ডায়েরী থেকে-২ঃ বেস্ট পারফর্মার

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

- স্লামালেকুম স্যার। স্যার ডেকেছিলেন?
:হ্যা আজিজ সাহেব। আসেন। বসেন। কি খবর আপনার ? কাজের কি অবস্থা।
- এই তো স্যার। চলছে।
: ইদানিং দেখছি একটু মনোযোগ কমে গেছে মনে হচ্ছে।
- না। স্যার বছরের শুরু তো। কিছু খরচ বেড়েছে। এই জন্য সামান্য চিন্তিত।
: আরে সব ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তা করবেন না। মন দিয়ে কাজ করবেন। আর ভাববেন না যে এই কাজ কোম্পানির জন্য করছেন। সবসময় ভাববেন যে দেশের জন্য কাজ করছেন। তাহলে দেখবেন ভাল লাগবে। আচ্ছা যে কারনে আপনাকে ডাকা। আপনার রিভিউটা নিয়ে কথা বলে ফেলি। এবার আপনি বেস্ট পার্ফরমার হয়েছেন। কিভাবে হলেন সেটা এখনো বুঝতে পারছিনা। যাহোক কি আর করা। তো আপনাকে সেজন্য আমরা ৫০০ টাকা বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
- স্যার? মাত্র ৫০০ টাকা?
: আরে মাত্র হবে কেন। এটা তো কেবল আপনার পার্ফরমেন্স কে সন্মান দেয়ার জন্য বাড়ানো। আমাদের আসল লক্ষ এটা হলে চলবে কিভাবে। আমাদের আসল লক্ষ হল দেশের সেবা করা।
Always try to serve for the nation.

আজিজ সাহেব কিছু না বলে বের হয়ে আসলেন। মনে মনে তার বসকে গালি দিলেন। বসএর বিশেষ জায়গা দিয়ে দেশকে ভরে দিতে চাইলেন। পরেই নিজেকে সামলালেন। চাকরির বাজার ভাল না। এই চাকরি গেলে আরেকটা পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। মনে মনে নিজেকে স্বান্তনা দিলেন - Serve for the nation

লিখেছেনঃ মামসাদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

অঞ্জন ঝনঝন বলেছেন: একটু বেশীই ছোট হয়ে গেছে। আরেকটু ডিটেইলে লিখলে ভাল হত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.