![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা, এরকম কি শুধু এই দেশেই হয়?
এই যেমন, সিএনজি মালিক-চালকেরা বছরের পর বছর অতিরিক্ত ভাড়া আদায় করে গেল যাত্রীদের কাছ থেকে, সরকার-প্রশাসন-পুলিশকে বুড়ো আংগুল দেখিয়ে গেল, মিটার মানলো না, মিটার ট্যাম্পারিং করল, প্রয়োজনের সময় গন্তব্যে যেতে অস্বীকার করল, আর এখন তাদের ব্যতিক্রম হিসেবে উবার/পাঠাও চলে আসার পরে লাগাতার আন্দোলন/ধর্মঘটের হুমকি দিচ্ছে।
আর আজকে চট্টগ্রামে পুলিশ যখন অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করল, তখন বাস মালিক-চালক-শ্রমিক সমিতি পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট দিয়ে বসল। এসব বাসের কারণে জ্বালানির অপচয় হয়, পরিবেশ দূষণ হয়, যাতায়াতে সময় নষ্ট হয়, দূর্ঘটনার সম্ভাবনা বাড়ে। এসব বাসের ক্রয়মূল্য উসুল হয়ে গিয়েছে অনেক আগেই। তারপরেও এদেরকে বাঁচাতেই পাবলিককে কেন এত কষ্ট দেওয়া?
এ যেন "চোরের মায়ের বড় গলা"!
সরকারের উচিত ছাত্রলীগ, যুবলীগ এবং পোষ্য পুলিশ লেলিয়ে দিয়ে এসব সিএনজি/বাস জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে বিএনপি গং এর উপর দায় চাপিয়ে দেওয়া। জনগণের পূর্ণ সমর্থন আছে এতে!
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
প্রামানিক বলেছেন: পরিবহনের কাছে আমরা জিম্মি।