![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিটফাট কামলা,
শুধু ঠেলা সামলা।
ঝামেলাটা হয়ে গেলে,
দিয়ে দেব মামলা।
ফিটফাট কামলা,
ঘামে ভরে গামলা,
প্রবাসেতে সুখ যত,
ঘুরে শত আমলা।
ফিটফাট কামলা,
বস বলে, "মানলা?"
মানলে বসের কথা-
গ্রাহকের হামলা!
ফিটফাট কামলা,
"ডেপোজিট আনলা?"
টার্গেট না হওয়াতে,
কান ধরে টানলা!
(ব্যাংকারদের উদ্দেশ্যে উৎসর্গকৃত)
©somewhere in net ltd.