![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এফবিআই এবং সিআইএর মত সংস্থাগুলি বেকুব বাংলাদেশী-মুসলিমদের যেভাবে ফাঁদে ফেলে থাকে, সেই একই পথ অবলম্বন করে, পুলিশ এবং র্যাবের মত সংস্থাগুলি ছিনতাইকারীদের হাতেনাতে ধরার জন্য অপারেশন চালাতে পারে।
সহজ কথা, লোভ দেখিয়ে ওদেরকে বের করে এনে সাইজ করা। একই সাথে, একই দিনে, একই মুহুর্তে, ঢাকা বা চট্টগ্রাম শহরের একাধিক স্পটে, ভিন্ন ভিন্ন টিম দিয়ে, হঠাত করেই এই অপারেশন চালাতে হবে; যাতে ওরা সতর্ক হতে না পারে।
আর, অবশ্যই, ওদেরকে বিচারবহির্ভুতভাবে হত্যা করতে হবে; ঠিক জংগিদের সাথে যেই ট্রিটমেন্ট করা হয়। কারণ, ওরা জংগি থেকেও ভয়াবহ, সংঘবদ্ধ, সশস্ত্র, এবং মানবিকতাবোধবিবর্জিত। এ ছাড়া কোন উপায় নেই। ওরা শাস্তি ভোগের পরেও একই কাজ করে। অনেক সময় ওদের শাস্তি হয় লঘুতর। বিভিন্ন চক্র, এমনকি রাজনৈতিক দলের আগাছা হয়েও পার পেয়ে যায় এরা। এদের সংস্পর্শে এসে অন্যান্য অনেকেই এই ভয়ানক পথকে জীবিকা হিসেবে বেছে নিতে প্রলুব্ধ হয়।
এদের হত্যা করার উপরের কথাটি যদি আপনাদের কাছে বাড়াবাড়ি মনে হয়, তবে আরেকটি পথ আছে- "পুনর্বাসন"। তবে, এই প্রশ্ন থেকে যায়, যেখানে দেশে প্রতিবছর শিক্ষিত-উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা হাজারে হাজারে বাড়ছে, সেখানে এই অশিক্ষিত, স্বল্পশিক্ষিত এবং নেশাগ্রস্ত ছিনতাইকারীদের কিভাবে পুনর্বাসিত করবেন।
আশা করি, এই পরামর্শ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২২
শাহিন বিন রফিক বলেছেন: নেশাগ্রস্ত গ্রুপ এই কাজে জড়িত থাকে বেশি।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
আমাদের বিচার ব্যবস্থায় মারাত্মক গলদ।
ব্রিটিশ আমলের সাক্ষ আইনের পরবর্তন পরিমার্জন দরকার।
একটি ছিনতাই+হত্যা মামলা ৬-৭ মাস পর চার্জশিট হলে আদালতে উঠে ২ বছর পর। তখন সাক্ষী আর খুজে পাওয়া যায় না।
বেশিভাগ ক্ষেত্রে চার্জশিটই হয়না।
নতুন আইন না হওয়া পর্যন্ত এদেরকে ধরে দ্রুত অস্ত্রউদ্ধার অভিযানে পাঠিয়ে দেয়া উচিত।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮
করুণাধারা বলেছেন: এদের ধরে গুলি করে মারা উচিত।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
চিনতাইকারীদের কেহ না সাহায্য করছে; সেটা কে হতে পারে?
০৪ ঠা মে, ২০১৮ রাত ৩:৪৪
আবীর চৌধুরী বলেছেন: অপরাধীর মাত্রেই গডফাদার থাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন:
চিনতাইকারীদের কেহ না সাহায্য করছে; সেটা কে হতে পারে?