![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিভাবে এরকম নির্লজ্জ হয় এরা!
এক বেসরকারি চ্যানেলের আলোচনা সভার আলোচ্য বিষয়- সাম্প্রতিক "ডিজিটাল প্রটেকশন এক্ট"।
তিন বক্তার একজন হলেন রাণীর সাবেক প্রেস গোলাম, বর্তমানে রাজকীয় সংবাদ সংস্থার চেয়ারম্যান। তাকে উপস্থিত দর্শকদের একজন প্রশ্ন করলেন-
"সবাই শুধু বলছে, এই আইনের কারণে সাংবাদিকদের অসুবিধা হবে। কিন্তু, মূল ভুক্তভোগী হবে জনসাধারণ। যেমন, ধরুন আমি পাসপোর্ট অফিসে গেলাম। দেখলাম, একজন নাগরিক দুর্নীতির কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি সেই ঘটনা আমার মোবাইলে ধারণ করে ফেসবুকে দিলাম। তাহলে কি আমাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে?"
রাণীর চামচা (গোবেচারা) উত্তর দিলেন-
"আপনি পাসপোর্ট অফিসে গিয়েছেন কেন? নিশ্চয়ই ব্যক্তিগত কাজে। ঘুরতে তো যান নি। তাহলে আপনি আপনার কাজ করবেন। আরেকজন দুর্নীতি করছে কিনা, কিংবা, দুর্নীতির শিকার হচ্ছে কিনা সেটা আপনি দেখে কিভাবে বুঝবেন? আপনি কি সাংবাদিক, নাকি, গোয়েন্দা, নাকি, পুলিশ?"
!!!
করুণা হয় এদের জন্য। নিজের পেশা, পদবী, নিরাপত্তা, ক্ষমতার জন্য তারা বিবেক-বুদ্ধিকে বিসর্জন দেয়, নির্লজ্জভাবে গোলামি করে। ওই পরিস্থিতিতে থাকলে আমিও হয়তো করতাম।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৩
বনসাই বলেছেন: সব শিয়ালের এক রা।
সত্যি সেলুকাস! কি বিচিত্র এই দেশ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১
করুণাধারা বলেছেন: আপনি কি নিশ্চিত আছেন, যা লিখেছেন তার জন্য গ্রেফতার হবেন না?
ভাল থাকুন- শুভকামনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৮
আবীর চৌধুরী বলেছেন: হা হা হা হা হা।
এ দেশে রাণী এল আবার কোত্থেকে?
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৬
এম এ কাশেম বলেছেন: গোলামের কাজ গোলামে করেছে
পা চেটে দিয়েছে খত রানীর পায়
ডিজিটেল যুগে ডিজিটেল গোলাম
শিয়ালের খেয়ালে দেয়াল বাজায়।